Pages

Monday, December 3, 2018

বাংলাদেশের মানুষের জন্যে বিমান ছিনতাই করেছিলেন যিনি!

অর্লি বিমানবন্দর, প্যারিস, ফ্রান্স, ১৯৭১। তেসরা ডিসেম্বরের উজ্জ্বল সকাল। এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে একটা সাজসাজ রব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আজ একটু বেশীই ব্যস্ত। ধুয়েমুছে সাফ করা হচ্ছে মেঝে, আর দশটা দিনের চাইতে খানিকটা বেশীই তদারকি করছেন তারা। কারণও আছে অবশ্য, রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে আসছেন জার্মান ভাইস চ্যান্সেলর। দুই দেশের মধ্যে শীতল একটা অবস্থা চলছিল অনেক বছর ধরেই, সেটার পরিসমাপ্তি হয়তো ঘটবে এই সফরেই।