Pages

Wednesday, March 20, 2013

দেখতে দেখতেই কেটে গেলো বুটেক্স লাইফের ২ টা বছর...


_________________________________________________________________________________
... দেখতে দেখতেই কেটে গেলো আমার বুটেক্স লাইফের ২ টি বছর। মনে পড়তেছে সেই ২০ই মার্চ ২০১১ এর কথা... এই দিনে আমরা আনুষ্ঠানিক ভাবে আমাদের বুটেক্স এর স্টুডেন্ট হিসেবে বুটেক্স এ প্রবেশ করি... এইদিনে আমাদের পরিচিতি সভা হয় বুটেক্স এর অডিটোরিয়াম এ, খুব বেশি করে মনে পড়ছে সেই দিনটার কথা... ভিসি স্যার, মাসুদ স্যার, ম্যাথ ম্যাম এর কথা, নিনজা ম্যাম এর কথা... কত সুন্দর করেই না তারা সেদিন আমাদের সামনে টেক্সটাইল সেক্টর কে উন্মোচন করেছেন। কত সুন্দর করেই না তারা আমাদের টেক্সটাইল এর
অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন...
    তখন পর্যন্ত টেক্সটাইল সম্পর্কে কিছুই জানতাম না বলতেই চলে, কিন্তু তারা আমাদের বুঝিয়েছিলেন যে আমরা কি কোথায় আছি, আমরা না থাকলে কি হত, আমরা কি করতেছি, আমরা কি করতে পারি, আমাদের ভবিষ্যৎ। অনেক সুন্দর কিছু স্বপ্নের 
সুচনা হয়েছিলো সেদিন... মনে হচ্ছিলো আমরাও পারি...




    অনেক ফ্রেন্ড কে দেখতাম বুয়েট বা মেডিকেল এ চান্স পায়নাই বলে হাহুতাশ করতো, তারাও এই দিনে স্যার দের কথা শুনে সেই হাহুতাশ কাটিয়ে উঠেছিলো।

    অনেক মেমোরেবল দিন একটা... আমি বুটেক্স এ ভর্তি হয়েছিলাম অনেকটাই আমার আব্বু আম্মু এর ইচ্ছার বিরুদ্ধে, তারা শেষ পর্যন্ত আমার ইচ্ছা দেখে নিমরাজি হয়েছিলেন... আমিও এজন্য মাঝে মাঝে হেজিটেসন এ ভুগতাম যে আব্বু আম্মুর ইচ্ছার বিরুদ্ধে ভর্তি হয়ে কাজটা কি ঠিক করলাম...? কিন্তু এই প্রথম দিনের পরিচিতি সভাতে সেই হেজিটেসন দূর হয়ে যায়... আমার আব্বু আম্মুও বুঝতে পারে যে আমি আসলে ভুল করি নাই, তাদের অমতে কাজটা করলেও কাজটা আমি ঠিক করেছি। এজন্য পরে অনেক শান্তি লেগেছে...

     অনেক অনেক অনেক মেমোরেবল দিন ছিল সেটা। কখনো ভুলতে পারবো না...


    আর এই দুই বছর পুরতি উপলক্ষে চরম মজা করলাম আমরা ওসমানী হল এর ৩৭ম ব্যাচের স্টুডেন্টসরা।

    শুরু করলাম কেক কাটা দিয়ে, সেই কেক আবার ভাগাভাগি, কাড়াকাড়ি করে শেষ করে ফেললাম... :p :p :p

সেই রকম লাফালাফি, নাচ গান, মিছিল, বড় ভাইয়াদের জ্বালাতন আর জ্বালাতনের ফল সরুপ পেলাম কিছু সেলামী। আর শেষে খাওয়া। হেব্বি খাওয়া। :D :D :D 

No comments:

Post a Comment