Pages

Friday, June 28, 2013

টেলিটক এর 3G তে আমি...

_________________________________________________________________________________
অনেক চিন্তা ভাবনা শেষে আজকে একটি টেলিটক এর 3G মডেম কিনে আনলাম।

টেলিটক কেনার পিছনে কয়েকটা কারণ আছে। দেশের ফোন, জিপি বা অন্যরা চুষে খাচ্ছে আমাদের এজন্য এদের বাদ। আর নিজের দেশের পন্ন একটু বেশি মূল্য দিয়ে কিনে হলেও একে দাড়া হতে সাহায্য করা হচ্ছে।

তবে পাকেজ গুলোও অনেক ভালো। স্পীড ও ভালো পেলাম। আজকে ম্যাক্সিমাম স্পীড ছিল ২২৮ কেবিপিএস আর এভারেজ স্পীড ছিল ১১০ কেবিপিএস।
খারাপ না। প্রথমে কিনলে ৫ জিবি ডাটা ফ্রী। :)


আজকে কিনে এনেই আমাদের উইনডোজ টা আপডেট দিয়ে দিলাম, ৩ টা মুভি নামালাম আর টেক্সটাইল এর অনেক ভিডিও নামালাম। বেশ ভালোই স্পীড।

আর মডেম কিনতে গিয়ে বেশ মজার ব্যাপার হল... ফার্মগেট এর কেয়ার বন্ধ, নেট এ খুজে দেখলাম যে কাছে কেয়ার হল ধানমণ্ডি তে। কিন্তু লোকেশন চিনি না, একটা মোবাইল নাম্বার দেয়া সেটাও বিজি, পরে গুগল ম্যাপ এ খুজে খুজে বের করে চলে গেলাম।

আর মডেম কিনলাম বিকাশ এর নাম পরিচয়, ঠিকানা, সাক্ষর নকল করে। কারণ ভোটার আইডি কার্ড লাগে, কিন্তু আমার এখনও হয় নাই। :p

ভালোই গেলো সারাদিনে। সারাদিনে প্রায় ১.৫ জিবি ডাটা ইউস করলাম। :D

এখন একটা ঘুম দিবো। :) 

No comments:

Post a Comment