________________________________________________________________________
![]() |
এই সেই কেশব |
বিন্যাকুড়ি বিসি সরকারি দ্বিমুখী উচ্চবিদ্যালয়, নীলফামারীর জলঢাকা উপজেলায় এই স্কুল। সকালবেলা সার বেঁধে যে
ছাত্রছাত্রীরা স্কুলে যায়, কেশব রায় ছিলেন তাঁদের মধ্যে
একজন। বাবা অজিন্দ্র বর্মণ দিনমজুর, মা রঞ্জিতা রায়
গৃহিণী। এলাকার শিশু সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন কেশব, নাটক-গানে
নিয়মিতই অংশ নিতেন। অভাবের সংসার, তবু ভালোই কাটছিল দিন।