Pages

Wednesday, June 26, 2013

১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ করে দিচ্ছে সরকার ।


______________________________________________________
১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ করে দিচ্ছে সরকার ।



এরপরও যদি ওইসব বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হয়, তাহলে সে দায়দায়িত্ব সংশ্লিষ্টদের।


 দারুল ইহসান ইউনিভার্সিটি,
প্রাইম ইউনিভার্সিটি,
প্রাইম এশিয়া ইউনিভার্সিটি,
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ,
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ,
নর্দার্ন ইউনিভার্সিটি,
পিপলস ইউনিভার্সিটি,
ইবাইস ইউনিভার্সিটি,
আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি,
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ।

এরপরও যদি ওইসব বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হয়, তাহলে সে দায়দায়িত্ব সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু স্থায়ী ক্যাম্পাসে যায়নি, আউটার ক্যাম্পাস ব্যবসা বন্ধ করেনি, বরং অ্যানেক্স ক্যাম্পাসের নামে নয়া বাণিজ্য খুলেছে, ভাঁওতাবাজি করে ট্রাস্টি বোর্ড প্রতিষ্ঠা না করে তথাকথিত ফাউন্ডেশনের নামে কিয়দংশ জমি কিনে বিশ্ববিদ্যালয়ের বলে দেখাচ্ছে, আইনানুযায়ী জমি না কিনে আংশিক কিনে তাতে ক্যাম্পাস স্থাপন করেছে, নকশা অনুমোদনের নামে দিনের পর দিন মুলা ঝুলিয়ে রেখেছে এমন নানা দোষে দুষ্ট এই ১১টি বিশ্ববিদ্যালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী ১০ দিনের মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করে সেখানে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে। পরে জারি করা হবে গণবিজ্ঞপ্তি।

1 comment:

  1. ভাই, এই পোস্ট টা মুছেন।কারণ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যাল এই লিস্টে নাই।এটা ভুল ছিল। এটা নিয়ে মিটিং হইছে। আর এটা ক্যাম্পাস এর জন্য দিছে।আমাদের পূর্বাচলে কেম্পাসের কাজ চলে। আপনি কাছাকাছি এসে শুনলে বুজতে পারবেন।পরে যুগান্তর পত্রিকা দেখলে বুজতে পারবেন। কিছু দিন আগে আবার ১৯ টা বিশ্ববিদ্যালয় এর তালিকা দিছে UGC থেকে। সেখানে আমাদের লিস্ট নাই। আর এই ব্লগ টা যেহেতু টেক্সটাইল নিয়ে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলেও কিছুটা হলেও এই বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল সম্পর্কে আশা করি সবাই জানেন।

    ReplyDelete