Pages

Thursday, August 22, 2013

গার্মেন্টস কারখানায় আগুন লাগার কারণে এতো বেশি হতাহত হয় কেন

_________________________________________________________________________________
 গার্মেন্টস কারখানায় আগুন লাগার কারণগুলো কী কী?
১. একই ভবনে অনেক মানুষের এক সঙ্গে কাজ করা
২. গার্মেন্টস ভবনগুলো অপরিকল্পিতভাবে তৈরি
৩. ভবনগুলোর সিড়ি খুবই কম স্পেসের
৪. একই সঙ্গে বেশি মানুষের ভবন থেকে বের হবার সুযোগ না থাকা
৫. পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র না থাকা
৬. গার্মেন্টস কর্মীদের অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে অদক্ষতা

৭. গার্মেন্টস কর্মীদের অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি
৮. গার্মেন্টস মালিকদের একগুয়েমি
৯. গার্মেন্টস মালিকদের শ্রমিক শোষণ নীতি
১০. বৈদ্যুতিক লাইনগুলো সঠিকভাবে না থাকা
১১. বৈদ্যুতিক যন্ত্রগুলোর ত্রুটি
১২. সময় মতো বৈদ্যুতিক যন্ত্র মেরামত না করা
১৩. বৈদ্যুতিক যন্ত্র মেরামতে গার্মেন্টস মালিকদের গাফিলতি
১৪. অসাধু উপায়ে গার্মেন্টস ব্যবসা
১৫. গার্মেন্টস মালিকদের নিয়ম নীতির তোয়াক্কা না করা
১৬. অতিরিক্ত সময় কাজ করানো
১৭. পর্যাপ্ত পানির মজুদ না রাখা
১৮. পর্যাপ্ত বালির মজুদ না রাখা
১৯. শ্রমিক নিয়োগ ও ছাটাইয়ে অনিয়ম
২০. আগুন যাতে না লাগে তার সঠিক ব্যবস্থা গ্রহন না করা ইত্যাদি ইত্যাদি

No comments:

Post a Comment