Pages

Monday, August 25, 2014

মাস্তুলিয়ান এবং কিছু পথ শিশুর

মাস্তুল বলতে আমি ২ টা জিনিস বুঝি... একটা জাহাজের মাস্তুল যা কিনা জাহাজকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে... আর ২য়ত আমাদের মাস্তুল...যে কিনা সুবিধাবঞ্চিত মানুষের জন্য সঠিক পথপ্রদর্শক......
মাস্তুল ফাউন্ডেসন
আসলে আমার মতে মাস্তুলকে আমি কোন সংগঠন মনে করি না... আসলে মাস্তুল হলো একটা উদ্দেশ্য...একটা আশা......একটা প্রবল ইচ্ছা...

সেই উদ্দেশ্য...সেই আসা...সেই প্রবল ইচ্ছা যা কিনা আমাদের পুরো সমাজকে পরিবর্তন করে ফেলার জন্য  যথেষ্ঠ...

ইফতার বিতরণ


আজ থেকে প্রায় ২ বছর আগে যখন এক বন্ধু মাস্তুল গঠনের প্রস্তাবটা সবার সামনে রাখে... তখন কেউ তা প্রত্যাখ্যান করতে পারে নাই... বরং সবাই বলার সাথে সাথে কঠোর পরিশ্রমের লেগে পরে...

প্রথম প্রথম অনেক কঠিন পথ পাড়ি দিতে হয় আমাদের... সবার কষ্ট ধীরে ধীরে রং আনতে থাকে... ফল পেতে থাকে সবার এক ফোঁটা ঘামের...

আসিফ এন্তায রবি স্মৃতি পদক

বিভিন্ন ধরনের কাজ করতে করতে কখন যে ধানমন্ডি লেকের শিশুদের আপন হয়ে যাই তা টেরই পাই নি... প্রতি বৃহস্পতি বার আমরা লেকের শিশুদের সাথে সময় কাঁটাই...

তাদের সাথে খেলাধুলা করি...সাইকেল চালানো সিখাই... আরও কত কি...!!!

লেকের শিশুদের জন্মদিন পালন

এইতো সামনের ২৯ আগাস্ট লেকের শিশুদের সাথে ফুচকা খাবো... যার নাম আমরা দিলাম ফুচকা বিলাস... আগের বারের থেকে এবার অনেক ভালো হবে আশা করি...

আপনারাই ভাবেন... লেকে এতগুলো ফুচকার দোকানের চেয়ারে লেকের একটা শিশু একটু বসার সাহস পায় না... এমন কেন??

এই ধরনের কুৎসিত মনভাব মন থেকে মুছে ফেলার জন্যই আমাদের এই ছোট্ট আয়োজন...

আমরা ঈদে নতুন কাপড় বিতরণ করি ক্যান্সার আক্রান্ত শিশুদের মাঝে...তারা একটি রোগে আক্রান্ত তাই বলে এমন না যে তারা আমদের অংশ নয়...

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে


আমাদের কাজ এখানেই শেষ না... আমাদের আরেকটা ইচ্ছা হল আমাদের দেশের সকল মানুষ যাতে সচেতন হয়...উদাহরন যদি দেই তাহলে বলবো বুড়িগঙ্গা পরিস্কার করা...
বুড়িগঙ্গা পরিষ্কার এবং সাঁতার যোগ্য পানি মিশন

দেশকে বদলাতে হলে সবার আগে সচেতন হতে হবে... বিভিন্ন দেশের ইতিহাস ঘুরে দেখে আসতে পারেন যে দেশ যত বেশি সচেতন সে দেশ খুব দ্রুত সফলতার সিঁড়ি চড়ছে ......

আমাদের কাজের একটি অংশ হল রক্তদান... এখানে আমরা সবাই রক্ত দান করি... আমাদের আশেপাশে এমন যে এক ব্যাগ রক্তের জন্য নিজের জীবন থেকে বিদায় নিয়ে নিচ্ছে...সেটা যাতে না ঘটে সে জন্য আমরা সবসময় তৈরি হয়ে বসে থাকি...

মাস্তুলিয়ান ভাই সর্বদা রক্ত দিতে প্রস্তুত

তাছাড়া আঁচল নামের একটি সংস্থা সর্বক্ষণ আমাদের সহায়তা করে আসছে... বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করে...

মাস্তুলিয়ানদের একটা উক্তি বলতে পারেন যে '' আমরা গাছ লাগাই নিজে বাঁচার জন্য ''...আমাদের দেশে যে হারে গাছ কাঁটা হচ্ছে এমন না হয় খুব সিগ্রহী আমরা আমাদের দেশকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলি ...

তাইতো সময় হলে চলে যাই সবুজ পাতা নামক এক সংস্থার সাথে গাছ লাগাতে...দেশের বিভিন্ন স্থানে......

গাছ লাগাই

আমরা বলছি না যে আমরা এখনি দেশ বদলে ফেলব... আমরা বলছি যে শুরুটা না হয় আমরা করে ফেলি...শেষ করার মানুষের অভাব হবে না ...

আমরা সবাই মাস্তুল... নিজ নিজ অবস্থান থেকে আজ থেকে বরং এখন থেকেই আমরা সবার সাহায্যে এগিয়ে আসবো...

No comments:

Post a Comment