Pages

Friday, August 22, 2014

আলো হয়ে যাই...

আলো... এই নামটার সাথে জড়িয়ে হাজারো রহস্য... আচ্ছা আলো জিনিসটা কি??না আমি কোন বিজ্ঞানের সংজ্ঞা জানতে চাচ্ছি না... বিজ্ঞানের সংজ্ঞা তো বই ঘাঁটলেই চলে আসবে...

আপনি আলো বলতে কি বুঝেন?? বোকা বনে যাচ্ছেন?? আচ্ছা আমিই আপনাদের বলি আমি কি বুঝি আলো বলতে...

আলো হচ্ছে একটা ''আশা''... অন্ধকার হতে আলোর দিকে তাকালে বুঝা যায় আমরা আলো হতে কত দূরে রয়ে গেছি...


আমাদের মন হচ্ছে আলো-আঁধারের একটি বিশাল খেলা ঘর...যেখানে প্রায় ধরতে গেলে প্রায় সম্পূর্ণটাই আঁধারে নিমজ্জিত থাকে...মনের নিচ থেকে দেখলে বুঝা যায় আলোর অংশটা কত অল্প... কিন্তু সে অল্প স্থানের শক্তি আমরা আজও বের করতে পারি নাই...

যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করেন আলো কি...... তার কাছ থেকে যে উত্তর পাবেন তা আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দিতে যথেষ্ট...

আচ্ছা মজার ব্যাপার হল আপনি কি জানেন আমরা নিজেরাই একটি করে আলো...... যেসমস্ত অসহায় মানুষেরা অন্ধকারে নিজেদের আবাস গড়ে ফেলেছে...তাদের জীবন কে আপনি পারেন সেই অন্ধকার হতে বের করে আনতে...

আর অন্ধকারকে কেবল তো আলোই দূর করতে পারে...হলাম তো আমরা একেকটি আলো...

মূল কথায় আসি... বিধাতা আমাদের অনেক ভালো রেখেছে যদি আপনি আশেপাশে ভালো করে চোখ ভুলিয়ে নেন তাহলেই দেখতে পাবেন... কিন্তু ওই সমস্ত শিশু মানুষের কি দোষ যারা আমাদের আলো দিতে গিয়ে নিজেরাই অন্ধকারে???

আমরা কি পারি না সবাই অন্তত এক জনের জন্য আলো হয়ে আসতে...তাদের জীবনকে আলোময় করতে??


আমি হয়তো সবার কথা জানতে পারবো না কিন্তু এই বিশ্বাস ঠিকই আছে আমরা সত্যিকার অর্থে আলো হয়ে আমাদের দেশকে সমাজকে আলোময় করে রাখব :) :)

No comments:

Post a Comment