بسم الله
الرحمن الرحي
____________________________
আমি হাসিবুল ইসলাম বাপ্পী
আমি
নিজের সম্পর্কে লিখতে গেলেই অসম্ভব নার্ভাস ফিল করি। মানুষ নিজের ব্যাপারে বড়ই
প্রশংসাশীল জীব। কে জানে নিজের অজান্তেই নিজের কি প্রশংসা করে ফেলি...। :p :p
আমি জীবনের কোনো প্রাপ্তি-অপ্রাপতির হিসেব কোনদিন মেলানোর
চেষ্টা করিনি, হিসেব মেলানোর কোনো ব্যর্থ চেষ্টাও আমার
নেই। যেকোনো মুহুর্তকে সহজে গ্রহন করার মানসিকতা লালন করি আমি, আমি জীবনকে সব সময় বুঝতে চেষ্টা করেছি অতি-স্বাভাবিক ভাবে…।
...বন্ধুরা বলে আমি নাকি
বিপদেও হাসতে পারি,
আমি আসলে আপদ-বিপদ এর অর্থ খুঁজিনা। ...আমি বুঝতে চেষ্টা করি এই
পৃথীবিতে যা গটমান, তার সবি স্বাভাবিক। এখানে
"অস্বাভাবিক" অথবা "হতেই পারেনা" নামক শব্দের কোনো স্থান
নেই…।
জীবন ক্রম পরিবর্তনশীল, আমিও পরিবর্তীত হচ্ছি
অনবরত...
আমি
এখনো বিশ্বাস করি এই পৃথীবিতে ভালো মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। যারা খারাপ কাজে
লিপ্ত তারা কেবলি পরিস্থিতির শিকার…।
সব সময় আশির্বাদ করি জগতের সকল ভালোমানুষ সুখে থাকুক, অন্যায় কারির বিবেক
জাগ্রত হওক।
...পুকুর থেকে নদীতে জোর
করে নামিয়ে দেয়া হয়েছিল,
নামলাম... তারপর একদিন সমুদ্রে ডিঙ্গি নৌকায় চড়িয়ে দিয়ে বলা হলো
যাও ঢেউয়ের সাথে যুদ্ধু কর...
...যুদ্ধ করতে করতে কখন
মাঝ সমুদ্রে চলে এসেছি জানিও না, পিছনে কত কি ফেলে এসেছি হিসেব নেই....কিন্তু পেছনে তো
আর ফেরা যাবে না, এমন কি পিছন ফিরে তাকানোও যাবে নাl
...আমার সামনে এখন কেবল
বিশাল এক সমুদ্র আর পাহাড় সমান ঢেউ...
...আমি গভীর সমুদ্র থেকে
গভীরতর সমুদ্রের দিকে ধাবিত হচ্ছি...
...আরো অনেককিছু পিছনে
ছুটে যাবে জানি,
কিন্তু আমি ভীত নই, দুঃখিতও নই... এটাই
জীবনের নিয়ম এটাই মেনে নিতে হবে...
আমি
একজন স্বপ্নবাদী।তাই সব স্বপ্ন বাদ।
অন্যের স্বপ্নের কথা বলি। আমার স্বপ্ন,চারপাশের মানুষের স্বপ্ন... কখনো কখনো
অনেকের স্বপ্ন নিজের বলে চালিয়ে দেই।
...অতি সাধারন একজন মানুষ
আমি।এত্ত সাধারন একজন মানুষ হওয়া সত্তেও অনন্য সাধারন কিছু করে দেখাতে চাই।একেই
হয়ত স্বপ্ন দেখা বলে...
...জীবনের জন্য কোন লক্ষ
নেই তবে প্রতিদিনের একটা লক্ষ আছে, তা হলঃ প্রতিদিন কমপক্ষে একটি করে
ভাল কাজ করা ।
...সোজাসাপ্টা কথা তিতাই লাগে
। তাই আমাকে ভাল নাও লাগতে পারে । তবে আপনাদের ভাল লাগা না লাগাতে আমার কিচ্ছু যায়
আসেনা, এটাই
সোজা কথা ।
...নিঃশঙ্ক চিত্তের চেয়ে
জীবনে আর কোন বড় সম্পদ নেই lমাঝে মাঝে মনের ভেতরে কেমন করে যেন এক ধরণের রিক্ততা
বাসা বাধে, সব কিছুতেই কেমন আলস্য, বেlধহীন আধো আধো লাগে, ভাল লাগা বা মন্দ লাগার অনভূতি যেন হারিয়ে যায়, মনটা আচানক, কোন কিছুতেই ধীর স্থির বসতে চায়,
কি করি কি করি এমন অস্থিরতায় সময় কাটে অথচ কোন কাজই ঠিক মতো
হয়ে উঠে না কিংবা কাজ করতেই ইচ্ছে হয় না। পৃথিবী ভেসে যাক বেনো জলে ভেসে,তাতে আমার কি, এমন এক আলস্য ঘিরে রাখে চারপাশ।
সবকিছুই অসার। পৃথিবীতে কোন আনন্দ নেই, ভালবাসা নেই,
ইচ্ছে নেই, নতুন কোন চাহিদা নেই,
শুধুই অসহায় চিত্তে কোথাও তাকিয়ে থাকা। দূরে কোথাও কোন
অন্ধকার মরে যাওয়া নক্ষত্রের দিকে চেয়ে সময়গুলো কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না....
...শৈশব পার করে কৈশোরের
শেষ প্রান্তে ও যৌবনের দ্বার প্রান্তে বিচরন করছি আজ ।
বিচরন করছি আর একটু একটু করে ছুটে চলছি সমাপ্তির দিকে...
আমি
এবং আমার আমি । এই দু'য়ে মিলে সম্পূর্ন আমি । কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজও আমি এই আমার
আমিকে চিনতে পারিনি । হয়তো অচেনাই রয়ে যাবে এই সত্তাটি !
মানুষ
প্রজাতিগত ভাবেই কিছুটা আজিব প্রকৃতির । কিন্তু আমি পুরাই মেন্টাল!! !
জগতের
সব কিছুই ফালতু লাগে আমার কাছে । কোন কিছুর উপরই আগ্রহ খুব একটা স্থায়ী হয় না ।
যখন যা ইচ্ছে হয় তাই করতে ভালবাসি । সবার আগে ব্যক্তি স্বাধীনতা তারপরে অন্য সব ।
তবে কখনোই অন্যের ক্ষতি করে নয় ।
আমি অনেকটাই “যাচ্ছে জীবন যাক না কেটে”এই টাইপের।আবেগটাকে খুব একটা পাত্তা
দিই না । মাঝে মাঝে নিজেকে অনুভূতি শূন্য মনে হয়। দুঃখ-শোক , ঘৃনা-ক্ষোভ কোন কিছুই
যেন ষ্পর্শ করে না আমাকে !
আশ্চর্য
জীব মনে হয় নিজেকে।
আমি ছেলেটা একটু গোবেচারা টাইপের, আমার আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনাই
আমাকে বিস্মিত করতে পারে না,অনেক সময় অনেক অবাক হওয়ার মতন
ঘটনাও আমার কাছে দিনে সূর্য উঠার মতন স্বাভাবিক বলে মনে হয়।
আমার হৃদয় অনেক অদ্ভুত ,
মাঝে
মাঝে অনেক আনন্দ লাগে যার কারন খুজে পাই না; আবার হঠাৎ অনেক মন খারাপ থাকে তার
পিছনেও কারন থাকেনা ।
আমি একজন সাধারন মানুষ । যে মুখ বুযে সব সয্য করতে পারে আবার রেগে গিয়ে
কামরে গলার রগ ছিড়ে ফেলতে পারে । আমি সেই সাধারন মানুষ যে মায়ের কোলে আরামে ঘুমায়
আবার শীতের রাতে পানির গায়ে গা মিলিয়ে সারারাত জেগে থাকে ।
....আমি আমার মত, আমি অন্য কারো মত হতে
চাইনা...l
দিন শেষে সূর্য যখন তার নিজের অক্ষরেখায় চলে যাবে আপন
টানে, সাথে করে নিয়ে যাবে তোমার নিজের ছায়াটুকুও।
সারাদিনের রঙ্গিন সেই তুমি ক্লান্ত দেহে ছায়াহীন বিবর্ণতায় অনুভব করতে পারবে তুমি
আসলেই একা।
...কিন্তু সেখানে ও দাড়িয়ে
এই আমি আপন সত্ত্বাকে সাক্ষী রেখে বলতে পারি " আমি যা আমি আসলেই তা"।
আর এই হলো আমার অনুভবের পরিচয়, এই হলো আমার অনুভূত স্বকীয়তা।
...বেলা অবেলায় , মনের গহীনে মলিন ঘাসের
চাদর গায়ে ডুবে থাকি নির্জনতায় ।
শেষ বিকালের আলোয় নিজেকেই চিনতে পারি না আমি ।
...ধুলোমাখা পথে এলোমেলো
হাটি । মাঝে মাঝে মনে হয় এখানে কেন আমি...???
...ফিরে আসি ঘরে । ঘুম আসে
না । দেখতে দেখতে বছর কেটে ...যায় । আকাশ দেখি, বৃষ্টিতে ভিজি ,
...মাঝে মাঝে কড়া রোদের
মধ্যে দাড়িয়ে থাকি ,
এইতো
এভাবেই চলছে জীবনের
দৃশ্যপটগুলো ক্রমান্বয়ে...
________________________________________________
...হেঁটে
চলছি সমাপ্তির দিকে
____________________________
আমি হাসিবুল ইসলাম বাপ্পী আমি জীবনের কোনো প্রাপ্তি-অপ্রাপতির হিসেব কোনদিন মেলানোর চেষ্টা করিনি, হিসেব মেলানোর কোনো ব্যর্থ চেষ্টাও আমার নেই। যেকোনো মুহুর্তকে সহজে গ্রহন করার মানসিকতা লালন করি আমি, আমি জীবনকে সব সময় বুঝতে চেষ্টা করেছি অতি-স্বাভাবিক ভাবে…।
...বন্ধুরা বলে আমি নাকি বিপদেও হাসতে পারি, আমি আসলে আপদ-বিপদ এর অর্থ খুঁজিনা। ...আমি বুঝতে চেষ্টা করি এই পৃথীবিতে যা গটমান, তার সবি স্বাভাবিক। এখানে "অস্বাভাবিক" অথবা "হতেই পারেনা" নামক শব্দের কোনো স্থান নেই…।
জীবন ক্রম পরিবর্তনশীল, আমিও পরিবর্তীত হচ্ছি অনবরত...
আমি এখনো বিশ্বাস করি এই পৃথীবিতে ভালো মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। যারা খারাপ কাজে লিপ্ত তারা কেবলি পরিস্থিতির শিকার…।
সব সময় আশির্বাদ করি জগতের সকল ভালোমানুষ সুখে থাকুক, অন্যায় কারির বিবেক জাগ্রত হওক।
...পুকুর থেকে নদীতে জোর করে নামিয়ে দেয়া হয়েছিল, নামলাম... তারপর একদিন সমুদ্রে ডিঙ্গি নৌকায় চড়িয়ে দিয়ে বলা হলো যাও ঢেউয়ের সাথে যুদ্ধু কর...
...যুদ্ধ করতে করতে কখন মাঝ সমুদ্রে চলে এসেছি জানিও না, পিছনে কত কি ফেলে এসেছি হিসেব নেই....কিন্তু পেছনে তো আর ফেরা যাবে না, এমন কি পিছন ফিরে তাকানোও যাবে নাl
...আমার সামনে এখন কেবল বিশাল এক সমুদ্র আর পাহাড় সমান ঢেউ...
...আমি গভীর সমুদ্র থেকে গভীরতর সমুদ্রের দিকে ধাবিত হচ্ছি...
...আরো অনেককিছু পিছনে ছুটে যাবে জানি, কিন্তু আমি ভীত নই, দুঃখিতও নই... এটাই জীবনের নিয়ম এটাই মেনে নিতে হবে...
আমি একজন স্বপ্নবাদী।তাই সব স্বপ্ন বাদ।
অন্যের স্বপ্নের কথা বলি। আমার স্বপ্ন,চারপাশের মানুষের স্বপ্ন... কখনো কখনো অনেকের স্বপ্ন নিজের বলে চালিয়ে দেই।
...অতি সাধারন একজন মানুষ আমি।এত্ত সাধারন একজন মানুষ হওয়া সত্তেও অনন্য সাধারন কিছু করে দেখাতে চাই।একেই হয়ত স্বপ্ন দেখা বলে...
...জীবনের জন্য কোন লক্ষ নেই তবে প্রতিদিনের একটা লক্ষ আছে, তা হলঃ প্রতিদিন কমপক্ষে একটি করে ভাল কাজ করা ।
...সোজাসাপ্টা কথা তিতাই লাগে । তাই আমাকে ভাল নাও লাগতে পারে । তবে আপনাদের ভাল লাগা না লাগাতে আমার কিচ্ছু যায় আসেনা, এটাই সোজা কথা ।
...নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর কোন বড় সম্পদ নেই lমাঝে মাঝে মনের ভেতরে কেমন করে যেন এক ধরণের রিক্ততা বাসা বাধে, সব কিছুতেই কেমন আলস্য, বেlধহীন আধো আধো লাগে, ভাল লাগা বা মন্দ লাগার অনভূতি যেন হারিয়ে যায়, মনটা আচানক, কোন কিছুতেই ধীর স্থির বসতে চায়, কি করি কি করি এমন অস্থিরতায় সময় কাটে অথচ কোন কাজই ঠিক মতো হয়ে উঠে না কিংবা কাজ করতেই ইচ্ছে হয় না। পৃথিবী ভেসে যাক বেনো জলে ভেসে,তাতে আমার কি, এমন এক আলস্য ঘিরে রাখে চারপাশ। সবকিছুই অসার। পৃথিবীতে কোন আনন্দ নেই, ভালবাসা নেই, ইচ্ছে নেই, নতুন কোন চাহিদা নেই, শুধুই অসহায় চিত্তে কোথাও তাকিয়ে থাকা। দূরে কোথাও কোন অন্ধকার মরে যাওয়া নক্ষত্রের দিকে চেয়ে সময়গুলো কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না....
...শৈশব পার করে কৈশোরের শেষ প্রান্তে ও যৌবনের দ্বার প্রান্তে বিচরন করছি আজ ।
বিচরন করছি আর একটু একটু করে ছুটে চলছি সমাপ্তির দিকে...
আমি এবং আমার আমি । এই দু'য়ে মিলে সম্পূর্ন আমি । কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজও আমি এই আমার আমিকে চিনতে পারিনি । হয়তো অচেনাই রয়ে যাবে এই সত্তাটি !
মানুষ প্রজাতিগত ভাবেই কিছুটা আজিব প্রকৃতির । কিন্তু আমি পুরাই মেন্টাল!! !
জগতের সব কিছুই ফালতু লাগে আমার কাছে । কোন কিছুর উপরই আগ্রহ খুব একটা স্থায়ী হয় না । যখন যা ইচ্ছে হয় তাই করতে ভালবাসি । সবার আগে ব্যক্তি স্বাধীনতা তারপরে অন্য সব । তবে কখনোই অন্যের ক্ষতি করে নয় ।
আমি অনেকটাই “যাচ্ছে জীবন যাক না কেটে”এই টাইপের।আবেগটাকে খুব একটা পাত্তা দিই না । মাঝে মাঝে নিজেকে অনুভূতি শূন্য মনে হয়। দুঃখ-শোক , ঘৃনা-ক্ষোভ কোন কিছুই যেন ষ্পর্শ করে না আমাকে !
আশ্চর্য জীব মনে হয় নিজেকে।
আমি ছেলেটা একটু গোবেচারা টাইপের, আমার আশেপাশে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমাকে বিস্মিত করতে পারে না,অনেক সময় অনেক অবাক হওয়ার মতন ঘটনাও আমার কাছে দিনে সূর্য উঠার মতন স্বাভাবিক বলে মনে হয়।
আমার হৃদয় অনেক অদ্ভুত ,
মাঝে মাঝে অনেক আনন্দ লাগে যার কারন খুজে পাই না; আবার হঠাৎ অনেক মন খারাপ থাকে তার পিছনেও কারন থাকেনা ।
আমি একজন সাধারন মানুষ । যে মুখ বুযে সব সয্য করতে পারে আবার রেগে গিয়ে কামরে গলার রগ ছিড়ে ফেলতে পারে । আমি সেই সাধারন মানুষ যে মায়ের কোলে আরামে ঘুমায় আবার শীতের রাতে পানির গায়ে গা মিলিয়ে সারারাত জেগে থাকে ।
....আমি আমার মত, আমি অন্য কারো মত হতে চাইনা...l
দিন শেষে সূর্য যখন তার নিজের অক্ষরেখায় চলে যাবে আপন টানে, সাথে করে নিয়ে যাবে তোমার নিজের ছায়াটুকুও। সারাদিনের রঙ্গিন সেই তুমি ক্লান্ত দেহে ছায়াহীন বিবর্ণতায় অনুভব করতে পারবে তুমি আসলেই একা।
...কিন্তু সেখানে ও দাড়িয়ে এই আমি আপন সত্ত্বাকে সাক্ষী রেখে বলতে পারি " আমি যা আমি আসলেই তা"।
আর এই হলো আমার অনুভবের পরিচয়, এই হলো আমার অনুভূত স্বকীয়তা।
...বেলা অবেলায় , মনের গহীনে মলিন ঘাসের চাদর গায়ে ডুবে থাকি নির্জনতায় ।
শেষ বিকালের আলোয় নিজেকেই চিনতে পারি না আমি ।
...ধুলোমাখা পথে এলোমেলো হাটি । মাঝে মাঝে মনে হয় এখানে কেন আমি...???
...ফিরে আসি ঘরে । ঘুম আসে না । দেখতে দেখতে বছর কেটে ...যায় । আকাশ দেখি, বৃষ্টিতে ভিজি ,
...মাঝে মাঝে কড়া রোদের মধ্যে দাড়িয়ে থাকি ,
এইতো এভাবেই চলছে জীবনের
দৃশ্যপটগুলো ক্রমান্বয়ে...
________________________________________________
...হেঁটে চলছি সমাপ্তির দিকে
Very good.
ReplyDeletethanks...
Deletekeep visiting
Apnar kotha gulo pore onek valo laglo.Thanks...Onek sundor kotha likhechen
ReplyDeletethank u. hope u'll visit this blog regularly.
Deleteu r so much helpful vaia.thanks for ur goodwill. :)
ReplyDeleteglad to hear this. thanks. :)
DeleteThanks.
ReplyDeleteAlways welcome :)
Delete