xmlns:fb='http://ogp.me/ns/fb#'> Bappi: December 2014 Bappi: December 2014

U also may b interested in these posts

 

Floadting Share

Get Widget

Wednesday, December 31, 2014

মহাকবি কায়কোবাদ এর নবাবগঞ্জ > দোহার > মাওয়া ভ্রমনঃ বছরের শেষ লং রাইড

৩১ ডিসেম্বর ২০১৪... বছরের শেষ দিন ছিল। (সবাই জানে তবুও কেন লিখলাম কে জানে...!!!) যাই হোক, এইদিনে আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু হবার কথা ছিল। Weaving... মাসুদ স্যার এর।  ভালমতোই প্রিপারেসন নিচ্ছিলাম। হুট করেই ৩০ তারিখে জুদ্ধপরাধের অভিযোগে কার যেন ফাসির রায় হয়ে যায়। :D ফলাফল পরের দিন থেকে টানা হরতাল।
       তো দুইটা অকেসন পেয়ে গেলাম। একে তো পরীক্ষা হবে না তার উপরে আবার বছরের শেষ দিন... কোথাও ঘুরতে যেতে মন চাচ্ছিল। সাইক্লিং করতেও ইচ্ছে করতেছিল খুব। খুজতে খুজতেই পেয়ে গেলাম ঢাকার একেবারে কাছে, মাত্র ৫৫ কিমি. দুরেই রয়েছে মহাকবি কায়কোবাদ এর জন্মস্থান!!! শুধু তাই না সেই সাথে আরও বেশ কয়েকটা জমিদারবাড়ি...!!!

Monday, December 15, 2014

খরগোশ আর কচ্ছপ: সাইক্লিং ভার্সন...

রাজধানীর একটা বহুজাগতিক কোম্পানীতে চাকরী করেন মি.খরগোশ। তারই অধীনে কাজ করেন মি.কচ্ছপ।কাজে ধীরগতির কারণে অনেক সময়ই বসের ট্রলের শিকার হন মি.কচ্ছপ। তবে সততার সাথে সবকাজ ঠিকঠাক করেন বলে চাকরীটা এখনো টিকে আছে।মজার বিষয় হচ্ছে তারা দুইজনই একই এলাকায় থাকে।
প্রতিদিন মি.খরগোশ কার হাকিয়ে অফিসে সময়মতো এলেও মি.কচ্ছপ লোকাল বাসের ঠেলাঠুলি আর ট্রাফিক জ্যামে পড়ে প্রায় প্রতিদিনই লেট করে অফিস পৌছান।

Saturday, December 6, 2014

সাইকেলে এক দিনে ৭ জেলা ভ্রমন(২০০কিমি.+ সাইক্লিং):তিন পাগল সাইক্লিস্ট এর ভ্রমন কাহিনী ☺

             যখন ইউসুফ ভাইয়ের পোস্ট দেখলাম যে ২০০ কিমি. এর একটা লং রাইড দেবেন তিনি প্রায় সাথে সাথেই রাজি হয়ে যাই। যদিও একটু দোটানায় ছিলাম। ২০০ কিমি. রাইড যে দেই নাই এমন না... দিছিলাম। কিন্তু সেটা ঢাকার মধ্যেই। গত ১৩ই নভেম্বর শুধু হাতিরঝীল এই ২৬টার মতো ল্যাপ দিয়ে এই ২০০ কিমি. সাইক্লিং করেছিলাম লিঙ্কঃ ( ক্লিক )। আর এজন্যই সমস্যা মনে করেছিলাম। যে আমি ঢাকার বাইরে এতদুরে যেতে পারবো তো? আমি একদিনে ৩০০ কিমি. দেবার মতো সাহস পর্যন্ত করি। কিন্তু তবুও ভয় থাকার কারণ হল ঢাকার বাইরে যাওয়া। 

Receive All Free Updates Via Facebook.

Blogger Widgets..

Receive All Free Updates Via Facebook.

Receive All Free Updates Via Facebook.