৩১ ডিসেম্বর ২০১৪... বছরের শেষ দিন ছিল। (সবাই জানে তবুও কেন লিখলাম
কে জানে...!!!) যাই হোক, এইদিনে আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু হবার কথা
ছিল। Weaving... মাসুদ স্যার এর। ভালমতোই প্রিপারেসন নিচ্ছিলাম। হুট করেই
৩০ তারিখে জুদ্ধপরাধের অভিযোগে কার যেন ফাসির রায় হয়ে যায়। :D ফলাফল পরের দিন থেকে
টানা হরতাল।
তো দুইটা অকেসন পেয়ে গেলাম। একে তো পরীক্ষা হবে না তার উপরে আবার বছরের শেষ দিন... কোথাও ঘুরতে যেতে মন চাচ্ছিল। সাইক্লিং করতেও ইচ্ছে করতেছিল খুব। খুজতে খুজতেই পেয়ে গেলাম ঢাকার একেবারে কাছে, মাত্র ৫৫ কিমি. দুরেই রয়েছে মহাকবি কায়কোবাদ এর জন্মস্থান!!! শুধু তাই না সেই সাথে আরও বেশ কয়েকটা জমিদারবাড়ি...!!!
তো দুইটা অকেসন পেয়ে গেলাম। একে তো পরীক্ষা হবে না তার উপরে আবার বছরের শেষ দিন... কোথাও ঘুরতে যেতে মন চাচ্ছিল। সাইক্লিং করতেও ইচ্ছে করতেছিল খুব। খুজতে খুজতেই পেয়ে গেলাম ঢাকার একেবারে কাছে, মাত্র ৫৫ কিমি. দুরেই রয়েছে মহাকবি কায়কোবাদ এর জন্মস্থান!!! শুধু তাই না সেই সাথে আরও বেশ কয়েকটা জমিদারবাড়ি...!!!