৩য় দিনঃ
তৃতীয় দিন শুরু
করি ফজরের নামাজ পরে, হোটেল থেকে বেড়িয়ে দেখি পিছের চাকায় বাতাস কম কম, হাওয়া দিয়ে এরপরে আবার শুরু করি সোমেশ্বরী এর দিকে। তখনো
ট্রলার চলাচল শুরু হয় নাই বলে বেশি টাকা দিয়ে একটা ডিঙ্গি তে করে সোমেশ্বরী পাড়
হই। সেখানেই সেদিনের সূর্যোদয়। প্রায় সবুজ পানিতে সূর্যোদয় টা আসলে অনেক সুন্দর লাগতেছিল। আমার দেখা সেরা কিছু সূর্যোদয় এর এটা একটা
ছিল... এত সুন্দর যে কি বলব...