অর্লি বিমানবন্দর, প্যারিস, ফ্রান্স, ১৯৭১। তেসরা ডিসেম্বরের উজ্জ্বল সকাল। এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে একটা সাজসাজ রব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আজ একটু বেশীই ব্যস্ত। ধুয়েমুছে সাফ করা হচ্ছে মেঝে, আর দশটা দিনের চাইতে খানিকটা বেশীই তদারকি করছেন তারা। কারণও আছে অবশ্য, রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে আসছেন জার্মান ভাইস চ্যান্সেলর। দুই দেশের মধ্যে শীতল একটা অবস্থা চলছিল অনেক বছর ধরেই, সেটার পরিসমাপ্তি হয়তো ঘটবে এই সফরেই।
U also may b interested in these posts
Post Options
- BUTex Corner (20)
- Class Lectures for BUTex (15)
- Cycling Tours (8)
- Personal Blog Posts (119)
- Textile Related Posts (55)
Monday, December 3, 2018
Monday, February 26, 2018
কমফোর্ট জোন থেকে কীভাবে বেরিয়ে আসবেন?
আমরা যারা চাকরি করি তারা সাধারানত একটা অফিসে বেশিদিন চাকরি করলে বর্তমান অফিসের চাইতে ভালো অফার পেলেও
অফার টি গ্রহণ করতে চাই না । এটার মূলত কারণ হল একটা অফিস এ বেশিদিন কাজ কাজ করলে সবকিছু পরিচিত হয়ে যায় , কাজ কর্মও পরিচিত হয়ে যায় , যার কারণে নতুন অফিসে বেশি সুযোগ থাকলেও চেনা পরিবেশ ছেড়ে জেতে চাই না । এই চেনা পরিবেশ, কাজকর্ম এগুলোকেই কমফোর্ট জোন বলে। এটার কারণে অনেক সম্ভাবনাময় তরুণ
অফার টি গ্রহণ করতে চাই না । এটার মূলত কারণ হল একটা অফিস এ বেশিদিন কাজ কাজ করলে সবকিছু পরিচিত হয়ে যায় , কাজ কর্মও পরিচিত হয়ে যায় , যার কারণে নতুন অফিসে বেশি সুযোগ থাকলেও চেনা পরিবেশ ছেড়ে জেতে চাই না । এই চেনা পরিবেশ, কাজকর্ম এগুলোকেই কমফোর্ট জোন বলে। এটার কারণে অনেক সম্ভাবনাময় তরুণ
Labels:
Personal Blog Posts