xmlns:fb='http://ogp.me/ns/fb#'> বাংলাদেশে একেকটা সময় একেকটা পেশা বেশ জনপ্রিয় হয়ে উঠে নীচে তার কিছু পরিসংখ্যান দিলাম... |Bappi

U also may b interested in these posts

 

Floadting Share

Get Widget

Thursday, April 4, 2013

বাংলাদেশে একেকটা সময় একেকটা পেশা বেশ জনপ্রিয় হয়ে উঠে নীচে তার কিছু পরিসংখ্যান দিলাম...

_________________________________________________________________________________
বাংলাদেশে একেকটা সময় একেকটা পেশা বেশ জনপ্রিয় হয়ে উঠে....নীচে তার কিছু পরিসংখ্যান দিলাম....
২০০৩-২০০৪ >> ডেস্টিনীঃ ওই সময়ে বেশির ভাগ পোলাপাইনরে জিগাইলেই পোলাপাইন কইত ডেস্টিনী করি....ভাবে তো বিল গেটসের নাতিনের মত.পোষাকেও মাশাল্রাহ,
পুরা অফিস অফিস ভাব....আমরা তখন চিন্তা করতাম....আজীবন কি আমরা এইরকম রাস্তার পোলাপাইনই থাকমু.....

২০০৫ >> বিবিএঃ এই সময়ে বি.বি.এ. নামক বিষয়টির
ব্যাপক প্রসার ঘটে.....পোলাপাই ­নের বাপ মা একজন আরেকজনকে বলত বি.বি.এ. পড়ে নাই আপনার পোলা তাইলে তো চাকরি পাইবনা....করছেনটা কি???পোলার ভবিষ্যত তো শেষ....

২০০৬>> সিএসইঃ ইন্টারনেট ও কম্পিউটারের প্রসারের জন্য এইসময়ে সি.এস.ই. বিষয়ের বাম্পার ফলন হয়.....বিজ্ঞানে ­ এইচ.এস.সি. পাশ করলেই কম্পিউটারে পড়তে হইব.....কারন এইটা একটা হেবি ভাবের বিষয় ছিল আর চাকরিও নাকি ওয়ান-টুর ব্যাপার....

২০০৭-২০০৮>> ইইইঃ বিদ্যুতের ব্যাপক সংকটের কারনে কিনা জানি না....কিন্তু এই সময়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কদরজামাই বাড়ির মত বাড়তে থাকে.....যদিও বিদ্যুত সমস্যার সমাধান না হইলেও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অভাব হইলনা দেশে....কোন মতে ভোল্টেজ মাপতে পারলেইহইল....

২০০৯>> ফ্যাশন ডিজাইনিং ও ফ্লিমঃ এই সময়ে সবার মাঝে শিল্প চেতনার বিকাশ ঘটে...মার্চেন্ড ­াইজিং এর অনেক বেতনের লোভে ফ্যাশন ডিজাইন, টেক্সাটাইল এইসবে পোলাপাইনের জোয়ার দেখা যায়....সাথে ফ্লিম লাইনেও পোলাপাইন হুমড়ি খায়....কে জানে পরবর্তী অনন্ত জলিল তৈরির কারখানাহয়ত ওইখানেই....

২০১০ >> ফটোগ্রাফারঃ এই সময়ে ফটোগ্রাফিতে পিপড়ার মত সিরিয়াল দেখা যায়.....হয়ত এস.এল.আর. ক্যামেরার দাম কমে যাওয়া এর একটি প্রধান কারন হইতে পারে....যাই হোক এক সমীক্ষায় দেখা যায় বর্তমানে ঢাকা শহরে ফটোগ্রাফারের সংখ্যা আর কাউয়ার সংখ্যা সমান....

২০১১ >> শেয়ার ব্যাবসাঃ এই সময়ে এই ব্যাবসাটি মহামারী আকার ধারন করে এবং এখন প্রায় বিলুপ্তির পথে আছে....কেউ হালের বলদ, কেউ চাষের জমি বিক্রি করে শেয়ার বাজরে খাটায় তারপর সর্বসান্ত হয়েঘরে ফিরে.....

২০১২ >> সাংবাদিকঃ টিভি চ্যানেল বৃদ্ধি পাওয়ায় দেশে পিপড়া আর সাংবাদিক সংখ্যা সমান হয় এই সময়ে.....কেরামত ­ের বাথরুম হয় না এইটাও লাইভ দেখায়....আবার আব্দুর রহিম বাজার করতে গিয়া রিকশা থেকে পড়ে গেছে এইটাও লাইভ দেখায়....

২০১৩ >> ব্লগিংঃ বছরের শুরুর দিকে ব্যাপক চাহিদা থাকা সত্বেও অনিবার্য কারনবশত এই ব্যাবসাটির বাম্পার ফলন হয় নি....চিটা ধরা  ধানের মত অকালেই মৃত্যুবরন করিল এই উজ্জ্বল সম্ভবনাময় শিল্প......শুরু ­ দিকে অনেকেই কইত আপনি কি ব্লগার যখন বলতাম না তখন অনেকেই বলত অশিক্ষিত পোলাপাইন....এখন ­ এদের অনেকেই আমি ব্লগার না কইয়া দিনে ১০টা স্ট্যাটাস মারে দেখি.....:P :P 

(গবেষণাটি আমি একা করিয়াছি....এবং অনেক তথ্যে হালকা গোলমাল থাকতে পারে.....আশা করি এই গবেষণাপত্রটি দেখিয়া কোন বিশ্ববিদ্যালয় আমাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করিবে..... আজকাল ­কার বাজারে ডক্টরেট ডিগ্রীওয়ালা পাত্রের নাকি অনেক দাম...)

Hasibul Islam Bappi
Socialize It →
Follow Me →
Share with Friends →

5 comments:

Receive All Free Updates Via Facebook.

Blogger Widgets..

Receive All Free Updates Via Facebook.

Receive All Free Updates Via Facebook.