_________________________________________________________________________________
রাত ও আমি এবং তোমার অপেক্ষা আকাশটা যেন আজ রাগ করেছে তাই তারাবিহীন আমার একলা রাতে কষ্ট চাঁদের আলো হয়ে আমায় যায় ছুয়ে তবু আমি দাড়িয়ে তাকিয়ে তোমার পথে যদি আধার আলো করে আসো আমার স্বপ্নে
নির্ঘুম অমি কবিতা লিখি কষ্টগুলো আমার সাথি তোমার পথ কবিতা দিয়ে রাখব আমি রাঙিয়ে কষ্টগুলো দেখবেনা তুমি আমি অতি তুচ্ছ জানি তবু তোমার পথে আমি থাকব তাকিয়ে যদি একটিবার আস ফিরে আমার স্বপ্ন হয়ে রাত আমায় গল্প বলে একলা পথে কষ্ট সইতে রাতের সাথে কেটে যায় সময় তবু তোমার ফিরবার সময় কী হয় নির্ঘুম রাতের যাত্রী হয়ে জেগে থাকি তোমার অপেক্ষাতে
রাত ও আমি এবং তোমার অপেক্ষা আকাশটা যেন আজ রাগ করেছে তাই তারাবিহীন আমার একলা রাতে কষ্ট চাঁদের আলো হয়ে আমায় যায় ছুয়ে তবু আমি দাড়িয়ে তাকিয়ে তোমার পথে যদি আধার আলো করে আসো আমার স্বপ্নে
নির্ঘুম অমি কবিতা লিখি কষ্টগুলো আমার সাথি তোমার পথ কবিতা দিয়ে রাখব আমি রাঙিয়ে কষ্টগুলো দেখবেনা তুমি আমি অতি তুচ্ছ জানি তবু তোমার পথে আমি থাকব তাকিয়ে যদি একটিবার আস ফিরে আমার স্বপ্ন হয়ে রাত আমায় গল্প বলে একলা পথে কষ্ট সইতে রাতের সাথে কেটে যায় সময় তবু তোমার ফিরবার সময় কী হয় নির্ঘুম রাতের যাত্রী হয়ে জেগে থাকি তোমার অপেক্ষাতে
No comments:
Post a Comment