_________________________________________________________________________________
U
also can submit your email to SUBSCRIBE this blog.
একদিনের হরতালে পোশাক শিল্পে ক্ষতি হয় ৩৬০ কোটি টাকা আর সার্বিক
অর্থনীতিতে ক্ষতি হয় প্রায় দুই হাজার কোটি টাকা দাবি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
এফবিসিসিআই।
ব্যবসায়ীদের এই
আর্থিক ক্ষতি পুষিয়ে ওঠার লক্ষ্যে হরতালকালীন সময়ে ব্যাংক সুদ মওকুফ করতে
সরকারের নির্দেশনা চেয়েছে এফবিসিসিআই।
বুধবার দেশের বর্তমান
রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে
এই অভিযোগ করেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
এই অভিযোগ করেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
এফবিসিসিআই সভাপতি
বলেন, প্রতিদিনের হরতালে জিডিপির শূণ্য দশমিক এক দুই শতাংশ ক্ষতি হয়।
কাজী আকরাম আশঙ্কা
করে বলেন,দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা
নিরুৎসাহিত হবেন এবং তারা বিনিয়োগ অন্যত্র সরিয়ে নিতে পারে।
বর্তমান সংকট নিরসনে
এফবিসিসিআই খুব শিগগিরি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন বলে ও জানান তিনি।
Thanks...
====>
Always feel free to SHARE so
that your friends can can know these informations.
<>
♦♣♠ ♠♣♦ <>
Don’t
forget to vote for this blog and also feel free to rate the posts.
Thanks
again. :)
__________________________-___________________________
দুঃখজনক।হরতাল আইন করে বন্ধ করে দেয়া উচিত
ReplyDeleteHmm. Thiki bolecho...
ReplyDelete