xmlns:fb='http://ogp.me/ns/fb#'> একুশে ফেব্রুয়ারী সাইকেল রাইড আর "অ্যানি" নামের একজন... ☺ |Bappi

U also may b interested in these posts

 

Floadting Share

Get Widget

Friday, February 21, 2014

একুশে ফেব্রুয়ারী সাইকেল রাইড আর "অ্যানি" নামের একজন... ☺

কয়েকদিন আগের পিক এটা। সাইক্লিং শেষে কেরানীগঞ্জ থেকে আসার পথে লঞ্চ এ করে আসার সময়ে সোয়ারীঘাট এ আসার পথে বুড়িগঙ্গায় লঞ্চের ছাদ থেকে তোলা...

...আমার কোলে যে বাচ্চাটা দেখতেছেন এর নাম #অ্যানি। লঞ্চেই এর সাথে প্রথম দেখা।

আশ্চর্যজনক হলেও সত্যি যে এই বাচ্চাটার এই নাম আমার দেওয়া। :) :) :)
লঞ্চে উঠার পর থেকেই বাচ্চাটাকে আমার ভালো লেগে যায়। বাবা মায়ের সাথে বাচ্চাটা। মুখোমুখি বেঞ্চে বসে আছি আমরা...  কেন জানি ওকে কোলে নিতে ইচ্ছা করতেছিল। কিন্তু অপরিচিত মানুষের বাচ্চাকে তো আর হুট করে কোলে নিতে পারি না।

তো লঞ্চ ছাড়ার সময়ে হুট করে
ভোঁ বাজানোয় বাচ্চাটা কিছুটা ভয় পেয়ে যায়। কান্নাকাটি শুরু করে। আমার দিকে নজর পরায় আমার কোলে উঠার জন্য হাত বাড়িয়ে দেয় বাচ্চাটি। কয়েক সেকেন্ড পরে আমিও অবাক হয়ে খেয়াল করলাম বাচ্চাটা তার মায়ের কোল থেকে আমার কোলে এসে পরেছে। :D কোন সময়ে আমি যে হাত বাড়িয়ে দিছিলাম মনে নাই। :)

বাবা সহ অ্যানি... :)
তারপর সারাটা সময় আমার কোলেই ছিল। ওর বাবা ওর মা এতো চেষ্টা করলো আমার কাছ থেকে নেবার জন্য গেল না... পরে অনেক হাঁটাহাঁটি করলাম ছাদে... আর বারবার যখনি ভোঁ বাজতেছিল তখনি বাচ্চাটি আমাকে শক্ত করে জরিয়ে ধরতেছিল। :)
তখন কেন জানি মনে হচ্ছিল এরকম একটা বাচ্চা থাকলে খুব একটা খারাপ হত না...  

অনেক হাসাহাসি হল, খেলা হল, পিক তোলা হল। ওর পিক যখন ওকে দেখাচ্ছিলাম তখন সে লজ্জায় লাল হয়ে জাচ্ছিল আর লাজুক হাসি দিচ্ছিল। :D
অ্যানি একাই... :) 

ওর মা এত চেষ্টা করতেছিল আমার কোল থেকে নেবার জন্য কিন্তু পারে নাই। ভাবী বারবার বলতেছিল, "বাইজান, আন্নের মনে লয় অনেক কষ্ট অইতাছে, কিছু মনে লইয়েন না বাইজান। বাচ্চা মানুষ..."

আমার হেলমেট নিয়ে যা মজা করলো। :D :D :D অনেক ফাইজলামি শেষে ক্লান্ত হয়ে আমার কোলেই ঘুমিয়ে পরে, তখনও কয়েকবার চেষ্টা করেও ওর মা সরাতে পারে নাই। আমার কোল থেকে নেবার সাথে সাথেই জেগে উঠে কান্না শুরু করে দিত। :) ^_^ :)

আমিও অনেক মজা পাচ্ছিলাম। :D

কথায় কথায় জেনে নিলাম বাচ্চার মায়ের নাম #আম্বিয়া, বাবার নাম #আনিস। আর বাচ্চার নাম রেখেছে #আনিসা_খাতুন। আমি তখন জিজ্ঞেস করলাম ডাকনাম কি? জানালো নাই। আমি তখন ওর বাবার নামের সাথে মিল রেখে বললাম, "ডাকনাম অ্যানি কেমন হয় ভাবী? এখন নাম না রাখলে বড় হয়ে কিন্তু আপনাদের দোষ দিবে বাচ্চায়। কি বলেন ভাই...?"

নাম শুনে দেখি বাবা-মা দুজনেই এক কথাতেই সানন্দে রাজি হয়ে গেল। পরে ঘুম থেকে উঠার পরে আনিসাকে বললাম, "মা মনি তোমার নাম অ্যানি হলে কেমন হয় বলতো?"
কিছু বুঝল কিনা জানি না, হাসি মুখে সে বারবার বলতে লাগলো, "আনি আনি..." বুঝলাম পছন্দ হয়েছে। :D

সোয়ারী ঘাটে... 


লঞ্চ যখন সোয়ারীঘটে আসলো তখন সেখানে এক হৃদয়-বিদারক দৃশ্য এর অবতারণা সৃষ্টি হল। :(  আমার কোল থেকে নামবেই না। আমার আবার সাইকেল নামাতে হবে। পরে বাচ্চার বাবা আমার সাইকেল নামিয়ে দিল, রিক্সা ঠিক করা হল, তারা এখন যাবেন তাদের আত্মীয় এর বাসায়, আমি আসব হলে। অনেক কষ্টে বাচ্চাকে রিক্সায় তার মায়ের কোলে তুলে দিলাম। তারপর দুইহাতে দুইটা কমলালেবু দিলাম। তবুও কাঁদতে থাকায় তাদের রিক্সা এর পিছু পিছু বেশ কিছুদুর জেতে হল। এক সময় আমিও সরে পরলাম অ্যানি এর দৃষ্টিসীমা থেকে। :(

তারপর কি হয়েছে জানি না... জানার কোন উপায় নাই... :( তবে আমার অবস্থা জানি, আমার চোখেও কেন জানি একটু অশ্রুজল এর আভাস দেখা দিছিল। রাস্তার ধুলা পরেছে মনে করে মুছে ফেলেছিলাম। :'(

জানালা দিয়ে তোলা পিকটা... লঞ্চ ঘাটে ল্যান্ড করার সময়... 

মনে থাকবে বাচ্চাটার কথা... জানি আমার কথা মনে না থাকলে বাচ্চাটা এক সময় আমার কথা জানবে, আজীবন আমার কথা মনে রাখবে। কারন তার "অ্যানি" নামটা যে আমিই রেখেছিলাম... :)

... সে হয়তো তার বন্ধু-বান্ধবদের কাছে গল্প করবে, "...জানিস আমা নাম অ্যানি কে রেখেছে...?" তারপর হয়তো এই ঘটনা খুলে বলবে, আর শ্রোতারা চোখ বড়বড় করে শুনবে এই ঘটনা... :)




ভালো না...? ^_^


একটা জিনিস কেন জানি আমার অনেক ভালো লাগে, আর সেটা হল যে সব বাচ্চাদের সাথে আমার দেখা হয়েছে বা কথা হয়েছে তারা সকলেই আমাকে কেন জানি অনেক বেশি রকমের পছন্দ করে। আমার কাজিনদের দেখলেই বুঝতে পারি। আমার জন্য পাগল একেকটা...
...আবার বাসার পাশের পিচ্চিগুলাও। আমি যখন বাসায় যাই আর তারা যদি জানতে পারে, তবে সবাই চলে আসে আমার বাসায়। মাঝে মাঝে একেবারে মিছিল করে চলে আসে।

আমার কেন জানি বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে, বাচ্চা মানুষের গায়ের গন্ধ নিতে কেন জানি আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে মনে হয়, আমারও এরকম কোন বাচ্চা থাকলে খুব একটা খারাপ হত না... :D 

সেদিনের রাইড শুরুর আগে আমাদের ক্যাম্পাসে... 
Thanks...

====> Always feel free to SHARE so that your friends can can know these informations.

<> ♦♣♠ ♠♣♦ <>
Keep visiting this blog site for more.

U can submit your email to SUBSCRIBE this blog to get the posts regularly.
U also can see my FACEBOOK PROFILE for suggesting  more topics.

Thanks again. :)



__________________________-___________________________



Hasibul Islam Bappi
Socialize It →
Follow Me →
Share with Friends →

No comments:

Post a Comment

Receive All Free Updates Via Facebook.

Blogger Widgets..

Receive All Free Updates Via Facebook.

Receive All Free Updates Via Facebook.