এই রাইড কে আমি
বলে 3in1 রাইড। কারণ আসলে একসাথে তিনটা রাইড এর কাজ এক রাইড এই হয়ে গেছে। J
...কথা বলতেছিলাম আমাদের “মাস্তুল সাইক্লিস্ট” এর গতকাল এর রাইড নিয়ে। কথা ছিল আমরা সকলে যাব সোনারগাঁ এর “লোকশিল্প জাদুঘর” আর “পানাম সিটি” তে সাইকেল চালিয়ে।
...কথা বলতেছিলাম আমাদের “মাস্তুল সাইক্লিস্ট” এর গতকাল এর রাইড নিয়ে। কথা ছিল আমরা সকলে যাব সোনারগাঁ এর “লোকশিল্প জাদুঘর” আর “পানাম সিটি” তে সাইকেল চালিয়ে।
at Ramna Park Gate |
কিন্তু না। আমাদের হতাশ হতে হয় নাই। চরম জায়গা। শুধু একটা জিনিস মনে হচ্ছিল, জায়গা টা আগ্রার মতো একটু খোলামেলা হলে অনেক ভালো হত। একটু চিপাচিপা লেগেছে। এটা ছাড়া আর কিছু না। অনেক সুন্দর লেগেছে... J
থাক... সময়ের কথা সময়ে বলা যাবে। এখন চলেন রাইড এর শুরু থেকে লেখা শুরু করা যাক।
...মাস্তুল সাইক্লিস্ট এর পক্ষ
থেকে আয়োজন করা হয়েছিল এই রাইড এর। সোলাইমান ভাইয়া আমাকে এজন্য রাইড এর রুট তৈরি
করতে অনেক সাহায্য করেছিলেন বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করে। তাকে থ্যাংকস জানাতেই হয়।
এজন্য যে তার লিঙ্ক গুলো দেখে আমি সম্পূর্ণ নতুন একটা রুট তৈরি করতে পেরেছিলাম যে
রুট এ সায়েদাবাদ, গুলিস্তান কে এভয়েড করতে পেরেছিলাম, আবার নারায়ণগঞ্জ এর কাচপুর ব্রিজকেও এভয়েড করা
আমাদের জন্য পসিবল হয়েছিল।সেভাবেই করেছিলাম রুট টা। কারণ কাচপুর ব্রিজে প্রায় সব
সময়েই জ্যাম লেগেই থাকে। কারণ ঢাকা-সিলেট ও ঢাকা-চিটাগং, ঢাকা-কুমিল্লা এর সব বাস
ওই এক ব্রিজ দিয়েই পার হয়।
Tea Break |
The speech of Bangabandhu |
সেখানে সাইকেল পার্ক করেই খাদ্যের সন্ধানে বেড়িয়ে পরলাম। বড় বড় হোটেল/রেস্টুরেন্ট এড়িয়ে নিরিবিলি এক ছোট হোটেল এ নাস্তা সারলাম। এরপরে ধুকে পরলাম লোক শিল্প জাদুঘরে। সেখানে ঘরাফেরা করলাম ভালোই। ফটোশুটও করলাম ভালোই। অনেক অনেক অনেক ফটো। :D
In Panam City |
সেখান থেকে আরেক টান দিয়ে চলে গেলাম পাশের পানাম সিটিতে। সেখানে ১৫/২০ মিনিটের
মতো ফটোশুট করে আবার জাদুঘর এর সামনে ফিরে এলাম।
বাংলার তাজমহল... |
জাইতেই আছি আর যাইতেই আছি। রাস্তা আর শেষ হয় না। শেষে পাপ্পু ভাইকে জুয়েল ভাইয়া আর আমি মিলে ঝাড়ি মারা শুরু করলাম আমাদের এরকম প্রলোভন এ ফেলার জন্য। অবশেষে এক সময় আমরা পউছিলাম আমাদের কাঙ্ক্ষিত সেই তাজমহল এ। বাইরে সাইকেল পারকিং করে রাখতে গিয়া পড়তে হল সমস্যায়।
…৫০ টাকা নিছে তো কি হইছে, ক্ষতি হয় নাই। অনেক সুন্দর একটা জায়গা এই তাজমহল।
কিন্তু একটু ঘুরার পরেই মনে হবে এই জায়গা এতো ছোট কেন, এতো চিপা কেন...
জায়গা টা আসলেই অনেক আঁটসাঁট। এতো অল্প জায়গায় এই জিনিস বানাইছে যে কেমন কেমন কেমন লাগে জানি।
আর একটা বড় সমস্যা দেখেছি, সেটা হল এই তাজমহল এর অবস্থায় মেইন হাইওয়ে থেকে বেশ কিছু দূরে।শুধু দুরেই না, রাস্তার অবস্থাও বেশ খারাপ।
এরপরে সাইকেল নিয়ে সোজা ঢাকার পথে...
বেশ কিছু আকাবাকা চিপাচুপা রোড দিয়ে ঢাকা-সিলেট হাইওয়ে তে উঠেই টান। ৩/৮ এ
তুলে ২৪ কেএমপিএইচ এ চলল সুফিয়া কামাল সেতু পর্যন্ত। অনেক কষ্ট হয়েছে ফিরতি পথে এই
সেতুতে উঠতে। L জিব্বা বের হবার জোগাড় হয়েছিল দুপুর ১২ তার গনগনে রোদের কারণে।
ব্রিজ পার হয়েই আগে থেমে পরলাম রাস্তার পাশের ছায়া দেখে। সেখানে বসে বসে
প্রায় ১ লিটার পানি সাবার করলাম স্যালাইন আর রিহাইড্রেসন সল্ট দিয়ে। এরপরে ধীরে
ধীরে আমাদের যাত্রা আবার শুরু করি ১৫/২০ মিনিটের একটা ব্রেক নিয়ে। এরপরে অনেক ধীরে
ধীরে চালাইছি। সবুজবাগ এর দিকে এসে এক মসজিদে নামাজ এর জন্য আরেকটা ব্রেক নিলাম,
সেই ফাকে মোবাইলএও কিছু চার্জ দিয়ে নিলাম। এরপরেই এক টানে খিলগাঁও ফ্লাই অভার এর
গোঁড়ায় জমায়েত।
সেখান থেকে আমি ফ্লাই অভার এর উপর দিয়ে হাতিরঝীল হয়ে হলে, আর ভাইয়ারাও তাদের মতো করে বাসায়।
সেখান থেকে আমি ফ্লাই অভার এর উপর দিয়ে হাতিরঝীল হয়ে হলে, আর ভাইয়ারাও তাদের মতো করে বাসায়।
এসে এন্ডোমন্ডো অ্যাপ চেক করে দেখি প্রায় ৮০ কিমি. হইছে(৭৯.২৫)। সেই
অবস্থায় রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম। তখনই প্লান করলাম আজকে ১০০ কিমি. মিল করবোই
করবো। J
সন্ধ্যায় ঘুম থেকে উঠে Teacher’s Training Collage এর মাঠে চলে গেলাম। সেখানে
হচ্ছে বাইসাইকেল ফিস্ট। সাইকেল পাগলেদের মিলনমেলা। J সেখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনলাম আমার
সাইকেল এর সিকিউরিটি এর জন্য। এদিকে দেখতে দেখতেই আমাদের মাস্তুল পরিবারের অনেক
মেম্বার চলে এলেন সেখানে। তাদের সাথে আড্ডা দিলাম। এরপরে সমাপনি অনুষ্ঠানে অনেক বড়
বড় সাইক্লিস্ট এর কাছে তাদের অনেক রোমাঞ্চকর কথা শুনলাম। ৫৫ দিনে সাইকেলে দেশের ৬৪
টি জেলা ঘোরার কথা, ৮ দিনে তেতুলিয়া থেকে টেকনাফ সাইকেলে ভ্রমন, সাইকেলে এভারেস্ট
এর বেস ক্যাম্প এ যাওয়া, ২৪ ঘণ্টায় ১০০ কিমি., ২০০ কিমি., ৩০০ কিমি. এমনকি ৪০০
কিমি. সাইকেল চালানোর মতো অবাক করা ঘটনাও শুনলাম। আর রোমাঞ্চিত হলাম।
এরপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম আমার পরিচিত হাতিরঝীল এ বাকি
কিমি. গুলা পূরণ করার জন্য ১০০ কিমি. এর জন্য। এবং সাকসেসফুলই সেটা সম্পন্ন করলাম।
হলে ফিরতে ফিরতে ১০৩ কিমি. হয়ে গেছিল।
Part-1: The moment when i've completed another 100kM
long ride.
Required 5h:20m:33s
On that moment
my speed was 28.81 kmph...!!!! and average speed was 18.72 kmph....!
Part-2: The moment after returning hall completing the whole ride
of 103.26 KM and total time required 5h:30m:20s and overall average speed was
18.75kmph.
Maximum speed
was: 57.8 KMpH !!!
Most speedy lap
was: 10th KM lap, 1m:43s
সব শেষে বলা জায়ম অনেক ভালোই গেছে আজকের এই সাইকেল রাইড টা। J
ধন্যবাদ জানাতেই হয় মাস্তুল সাইক্লিস্ট এর সবাইকে। J
আবার দেখা হচ্ছে, হবে।
ধন্যবাদ জানাতেই হয় মাস্তুল সাইক্লিস্ট এর সবাইকে। J
আবার দেখা হচ্ছে, হবে।
এখানে ক্লিক করে আমাদের এই ভ্রমন এর সব পিক দেখতে পারবেন ফেসবুক থেকে। ধন্যবাদ।
Our Ride Route
Thanks...
====> Always feel free to SHARE so that your friends can can know these
informations. Keep visiting this
blog site for more. U also can submit your email to SUBSCRIBE this blog.
Thanks again. :)
No comments:
Post a Comment