শিশু বয়েসে সব শিশুদেরই কার্টুন
দেখতে খুব ইচ্ছা হয়...কিন্তু কার্টুন যদি আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করে তাহলে
তা আমাদের জন্য খুবই ক্ষতিকর...
আমাদের দেশের শিশুদেরকে ভিনদেশি
কার্টুন ডোরেমন এর প্রভাব থেকে বের করে আনতে মিনা কার্টুন বিকল্প হতে পারে বলে মনে
করি আমি।
মিনা চরিত্রটি মেয়ে শিশুদের অধিকারের কথা বলে। নির্মল বিনোদন দেয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে মিনা।
১৯৯৮ সালের ২৪ সেপ্টেম্বর থেকে
সারাদেশে দিনটি পালিত হয়ে আসছে মিনা দিবস। মেয়ে শিশুদের শিক্ষা ও সামাজিক বৈষম্যের
বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ইউনিসেফ এর উদ্যোগে সৃষ্টি হয় জনপ্রিয় এই কার্টুন
চরিত্র - মিনা।
ইউনিসেফ কন্যা দিবস ঘোষণা দেওয়ার পর থেকেই এই মিনা আমাদের মন জয় করে আসছে...বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই কার্টুনের সব পর্ব তৈরি করা হয়ে থাকে... মিনা কার্টুন যে শুধু আমাদের দেশে সবার মন জয় করছে তা কিন্তু নয়... এই মিনার ফ্যান আপনি সারা বিশ্বেই পাবেন...শুধু তাই না এই কার্টুনটি প্রায় ৩০ ভাষায় ডাবিং করা হয়েছে...
No comments:
Post a Comment