গত ২রা নভেম্বর ছিল আমার জন্মদিন। অন্নবারের মতোই আবারেও
আমার জন্মদিন সেলিব্রেট করা হয় নাই। তবে এবারে জন্মদিনটা ছিল একেবারেই ইউনিক
টাইপের। J
আমার দীর্ঘ ১০ বছরের লালিত স্বপ্ন পূরণ হয়েছিল এইদিনে। সেই সাথে একটা ১০০কিমি.+
রাইড। J
আমি কখনোই আমার জন্মদিন উদযাপন করি না। অন্তত নিজে নিজে
বুঝতে শেখার পর থেকে না। সর্বশেষ কবে নিজের জন্মদিনের কেক কেটেছি ঠিক মনে পরে না।
তবে মনে হয় সেটা প্রাইমারি স্কুলে থাকার সময়ে। আর গতবার ২০১৩ তে আমাকে এক্কেবারে
সারপ্রাইজ দিছে আমার দুই কাছের বন্ধু আযাদি আর শিমুল। সেদিন অবশ্য কেক খাইতে
হইছিল।
যাই হোক, যেটা বলতেছিলাম। তো বরাবরের মতোই এবারেও কোন
প্ল্যান ছিল না নিজের জন্মদিন সেলিব্রেট করার জন্য। গত ঈদ এর সময় বিটিভি (মনে হয়)
বৃদ্ধাশ্রম এর উপরে একটা রিপোর্ট দেখিয়েছিল। সেখানে দেখিয়েছি সেখানে বৃদ্ধ
বৃদ্ধারা কি রকম জীবন জাপন করতেছিল। সেই সেম রকমের একটা অনুস্থান দেখেছিলাম ২০০৪
এ। আমার মনে আছে।