ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে রিক্সা
চালায় এমন এক জন রিক্সা চালকের নিজস্ব কিছু কথা উনার ভাষায় তুলে দেয়ার চেষ্টা
করলাম ,
, ,
" মামা, এই ক্যম্পাসে রিক্সা চালায় প্রায় ৬ বছর। কেমন জানি মায়া পড়ে
গেছে জায়গাটার প্রতি। এইডার লাইগাই বাসা বদলাইয়া মিরপুর থাইকা আজিমপুর নিয়া আসলাম।
কখনো খেপ নিয়া ক্যম্পাসের বাইরে যাইনা। সারাদিন ক্যম্পাসের মদ্ধ্যেই থাকি, ভাড়া হয়ত কম পাই, কিন্তু মনের মধ্যে শান্তি লাগে।
আপনাদের এমন কইরা দেখতে কি যে ভালা
লাগে। সবাই কত ভদ্র, কত সুন্দর কইরা
চলতাছে। সব জায়গায় মনে হয় খালি আনন্দ আর আনন্দ। মামাগো, নিজের এই বয়সে কিচ্ছু করতে পারি নাই। বাপে কইছে রিক্সা
চালাইতে,
বাপের কথাই মাইনা নিছি। হেল্লাইগা আপনাগো দেইখা শান্তি লই।
তয় আমি আমার বাবার মত হয় নাই। একটাই
স্বপ্ন দেখছি, আমার পোলাডা ক্লাশ ৭-এ পড়ে, আমি হেরে কইয়া দিছি, বাপরে, নিজের সব রক্ত ঘাম কইরা দিমু, কিন্তু এইখানে তোরে পড়াই লাগব। আমি মরার পরেও যে মানুষ তোরে
দেইখা আমার কথা বলে। পোলা মাশাল্লাহ ভালই ছাত্র।এই লাইগা স্কুলে বিনা বেতনে
পড়ায়।হের লাইগা একটু দোয়া কইরেন।একজন রিক্সাওালার ছাত্র এইহানে পড়তে পারবো তো মামা???""
প্রশ্নের জবাব আমি দিতে পারতাম। দেয়
নাই,
আল্লাহর কাছে বলছি, আল্লাহ এমন বাবার স্বপ্ন তুমি বৃথা হতে দিওনা।
লেখাটি সংগৃহীত...
অনেক সুন্দর লাগলো বলে শেয়ার করার
লোভ সামলাতে পারলাম না।
আল্লাহ এই রিক্সাওয়ালা এর স্বপ্ন
পূরণ করুন এই প্রার্থনা করি...
Thanks...
<> ♦♣♠ ♠♣♦ <>
U can submit your email to SUBSCRIBE this
blog to get the posts regularly.
Thanks again. :)
__________________________-___________________________
valo laglo
ReplyDeleteশুনে অনেক ভালো লাগলো।
Deleteথ্যাংকস। :)