xmlns:fb='http://ogp.me/ns/fb#'> T-20 ওয়ার্ল্ড কাপ এর উদ্ভোদনী অনুষ্ঠান এবং আমার কিছু কথা... |Bappi

U also may b interested in these posts

 

Floadting Share

Get Widget

Saturday, March 15, 2014

T-20 ওয়ার্ল্ড কাপ এর উদ্ভোদনী অনুষ্ঠান এবং আমার কিছু কথা...

কিছুই লেখার নাই আজ !

আসলে দেয়ালে পিঠ ঠেকে গেছে এই বাঙালীদের । একের পর এক অত্যাচার , ভারতের চুতিয়া দালালদের দাসত্ব এই জাতিকে পোষ মানিয়েছে ।

অধির আগ্রহ নিয়ে বসছিলাম T20 ওয়ার্ল্ড কাপ এর উদ্ভোদনী দেখতে......
কিন্তু এটা কেমন অনুষ্ঠান হল????!
অনুষ্ঠান দেখে মনে হলো,ওয়াল্ড কাপ বাংলাদেশে না....ইন্ডিয়ায় হচ্ছে...!!

3 টার দিকে বাংলাদেশের কিছু শিল্পীর গান দিছিল... কিন্তু মুল পর্বে কোন শিল্পীর গান দেয় নাই.....
আমাদের দেশের শিল্পীদেরও যথেষ্ট যোগ্যতা আছে.... এই অনুষ্ঠান দেখে ইন্ডিয়ার কোন এওয়ার্ড আনুষ্ঠান মনে হইছে... বাংলার কোন চিন্হই ছিলনা...

আমি পুরাই হতাশ...আমাদের শিল্পীদের এত অবহেলা করা উচিত হয় নাই..

আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে...

যেখানে #আইয়ুব_বাচ্চু এর মত শিল্পীরাও এই কামনায় স্টেজ ছাড়েন "হে আল্লাহ
আমি দ্বিতীয় জন্মে বিশ্বাস করি না , তবে যদি দ্বিতীয় জন্ম হয় তবে তা যেন
বিদেশের মাটিতে হয় "
যেখানে #তাহসান_খান ফেসবুক স্টাটাস দেন "এমন এক দেশে জন্ম নিলাম
যেখানে লিজেন্ড দের মূল্যায়ন হয় না"
এই জাতি কাল দেখেছে কিভাবে #মাইলস_ব্যান্ড দলকে মঞ্চে উঠতে দেওয়া হল না । কারণ তাদের ভেতর একজন #জিয়ার সৈনিক ছিল । #আসিফের "...বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ..." গানকে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । কারণ আসিফ জাতীয়তাবাদে বিশ্বাস করে । #ন্যান্সি কে গত ৫ বছরে কোনো সরকারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি । কারণ সে #বাকশালকে আদর্শ মানে না । ঘন্টার পর ঘন্টা রেন্ডিয়ান বাচ্চা #_আর_রহমান হিন্দী গান গেয়ে মনচে হেগে দেয় , তখন কোথায় থাকে বর্তমান সরকারের ভাষার চেতনা । মূলত এই ই ছিল বংগবালের স্বপ্ন।

...একটাই প্রশ্ন সরকারের কাছে । তোরা কবে মানুষ হবি ? তোদের কারো কি দেশপ্রেম নেই । মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা তোরা কবে অফ করবি ? দেশের শিল্পীদের কে কেন তোরা বিদেশে পরিচয় করার সুযোগ দিস না ? তোরা চাস টা কি ? কাল এই
বাংলার মানুষ দেখেছে , এই দেশ বাংলাদেশ নয় , এটা পূর্ববঙ্গ । এটা ভারতের উপনিবেশ ।

টিভিতে দেশ নিয়ে কথা বললেই,দেশপ্রেমিক হওয়া যায় না।
দেশ নিয়ে কিছু lyric লিখে গান গেলেই,,দেশপ্রেমিক হওয়া যায় না।
দেশ নিয়ে কয়েকটা কবিতা লিখে আবৃতি করলেই,,দেশপ্রেমিক হওয়া যায় না।
দেশ নিয়ে পতৃকাতে কলাম লেখলেই,,দেশপ্রেমিক হওয়া যায় না।
দেশ নিয়ে রাজনীতির মত বক্তৃতা দিলেই,,দেশপ্রেমিক হওয়া যায় না।
দেশ নিয়ে মঞ্চে দাড়িয়ে আবেগের কিছু কথা বললেই,, দেশপ্রেমিক হওয়া যায় না।
দেশ নিয়ে মনীষীদের মত কয়েকটা লাইন লিখলেই,,দেশপ্রেমিক হওয়া যায় না।
দেশ নিয়ে কিছু প্রতিবেদন তৈরি করলেই,, দেশপ্রেমিক হওয়া যায় না।
#দেশপ্রেমিক হতে হলে একজন খাটি মানুষ হওয়া খুব জরুরি…আর যেটা আমরা হতে পারিনি…উদাহরন চাচ্ছেন??
উদাহরন হচ্ছে t20বিশ্বকাপের উদ্ভধনী অনুষ্ঠান।

আজ সেই গানটা বার বার এই জাতিকে স্মরণ করি দিতে চাই "কি দেখার
কথা কি দেখছি , কি ভাবার কথা কি ভাবছি , হাজার বছর ধরে আমি স্বাধীনতাকেই খুঁজছি"
এর পর ও যারা বর্তমান সরকার কে সাপোট করবে , তারা মানুষ ও না , শয়তান ও না । ওরা পিশাচ ,ওরা জন্তু , ওরা ভারতীয় এজেন্ট !
আছে কি কোনো বঙ্গবন্ধু যে আরো একটি মুক্তিযুদ্ধের ডাক
দেবেন , এই চুতিয়া দালালদের বিরুদ্ধে ?
দীর্ঘশ্বাস . . . . . . . . . . . . . . . . . . .

পুনশ্চ : শুধূমাত্র বর্তমান সরকারই নয় , এ জাতিই বিশ্ববারো*দা।

একটি জাতিকে ধ্বংস করে দিতে চাইলে সবার আগে তার সংস্কৃতিকে ধ্বংস করে দিন। আপনার মতো করে তাকে গড়ে তুলুন। দেখবেন, একদিন সে আপনাকে অনুকরন করবে। এরপর অনুসরন। এরপর একদিন অনুকম্পা প্রার্থনা করবে আপনার সংস্কৃতির পুরোটা তার সাথে শেয়ার করার জন্যে। এভাবেই একটি জাতিকে আপনি নিজের অধীনে নিয়ে আসতে পারবেন খুব সহজে। নিজস্ব সংস্কৃতিই একটি জাতির প্রতিনিধিত্ব করে। আর সেই সংস্কৃতির প্রতিনিধি শিল্পীরা।
যে জাতি নিজস্ব সংস্কৃতিকে ভালবেসে জড়িয়ে ধরতে পারে নি, ইতিহাস সাক্ষ্য দেয় তারা পৃথিবী থেকে দ্রুতই বিলুপ্ত হয়ে গেছে। মিশে গেছে অন্য সব সাধারন জাতির মাঝে।।

শেষে এক প্রবাসী ভাই এর স্ট্যাটাস দিলাম, " আমাদের বাপ্পা মজুমদার, হাবিব, সামিনা চৌধুরী, আসিফ, লিজেন্ডারী জেমস, আইউব বাচ্চু, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিত এরা গান গাইতে পারে না, তাই না? এ জন্যই কুত্তার চিল্লানি শুনতে বাইরের দেশ থেকে আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে এদের আনি। এখন আর আমার একাত্তরের চেতনায় আঘাত লাগে না। চেতনা যদি হয় পার্শ্ববর্তী দেশের শিল্পিদের বেসুরা বিদঘুটে গান গাওয়া আর আমার দেশের বরেণ্য শিল্পিদের অপমান করা, তাহলে আমি লাথি মারি সেই চেতনার কপালে।
আমার দেশের শিল্পিদের করুণ আহাজারী চেতনাকে স্পর্শ করে না। আজব এক দেশ, আজব তার মানুষ, সবচেয়ে আজব তার চেতনা !"


PS: আমি সজ্ঞানে এটা শেয়ার দিলাম, কারও কোন মন্তব্য থাকলে এখানে করবেন। আড়ালে ইনবক্সে বা চুপি চুপি রুমে ডেকে বা ফোন করে বা সামনাসামনি দেখা করে কোন মন্তব্য করে নিজের নিচু স্তরের মন মানসিকতার পরিচয় দেবেন না প্লিজ...  


Thanks...

====> Always feel free to SHARE so that your friends can can know these informations.

Keep visiting this blog site for more.

U can submit your email to SUBSCRIBE this blog to get the posts regularly.
U also can see my FACEBOOK PROFILE for suggesting  more topics.

Thanks again. :)






No comments:

Post a Comment

Receive All Free Updates Via Facebook.

Blogger Widgets..

Receive All Free Updates Via Facebook.

Receive All Free Updates Via Facebook.