অনেক বিজি একটা দিন গেল আজকে। এতো বিজি যে ক্লাস করার
পর্যন্ত সময় পাই নাই। তবে ভাগ্য ভালো যে আজকে পরীক্ষা হয় নাই। এজন্য আমাদের BUTex ছাত্রলীগ কে
ধন্যবাদ (!) দিতেই হয়। নইলে আজকে পুরাই ধরা খাইছিলাম। :D
...ঘুম থেকে উঠেই
সাইকেল নিয়ে মহাখালী দৌড়, সেখান থে গুলশান, সেখান থেকে
ভার্সিটি। সেখানে #পাগ্লা_সেন্সর স্যার এর
ক্লাসে ৫ মিনিট থেকে বিরক্ত হয়ে চলে গেলাম এক ম্যাম এর সাথে দেখা করার জন্য। ^_^
...তারপর আবার হল, হল থেকে কমলাপুর।
বহুত দিন পরে আজকে বাসে উঠলাম। তাও ৩ টা বাস চলে জাবার পরে উঠার মত সুযোগ পেয়েছিলাম। মনে হচ্ছিল
এতো ভিড়ে বাসে উঠবো কেমন
করে? বহুত দিন পরে আজকে বাসে উঠলাম। তাও ৩ টা বাস চলে জাবার পরে উঠার মত সুযোগ পেয়েছিলাম। মনে হচ্ছিল
বাসে উঠার পরেও আরেক প্যারা। "...এতো জ্যাম ক্যান বলার
পরে পাশে বসা এক আঙ্কেল এমন ভাবে আমার দিকে তাকালেন যেন মনে হল আমি কি না কি বলে
ফেলেছি।
বাস শেষে গিয়ে প্রায় ফাঁকাই হয়ে গেছে... |
তারপর পাশে এসে বসলো এক বাচ্চা ছেলে, স্কুল ড্রেসে।
আলাপ জমাতে সময় লাগলো না। কমলাপুর যাব শুনে সে আমাকে বার
বার জিজ্ঞেস করতেছিল যে ট্রেন ঘুরায় ক্যামনে। শেষে ওকে খাতা কলম বের করে বুঝাইতে
হয়েছে যে ক্যামনে ট্রেন ঘুরে। :D
আমাকে মনে হয় তার পছন্দ হয়ে গেছিলো, তারপর আরও অনেক জটিল বিষয় ক্লিয়ার করে নিল আমার কাছে।
মতিঝিল সরকারি হাই স্কুলের ক্লাস ৬ এ পড়ে। সেখানে নামার কথা থাকলেও আমার সাথে
কমলাপুরে নামলো...
ওকে একটা চুইংগাম কিনে দিলাম, আমিও নিলাম একটা। তারপর বিদায় নিলাম।
কমলাপুর ট্রেন স্টেশন |
টিকেট কেটে ট্রেন এ গিয়ে দেখি আরেক ফ্রেন্ড আমাকে ডাকছে। Shuvro Deep আমাকে জানালে দিয়ে হাত নারতেছে। গিয়ে দারালাম তার পাশে। এক
সময়ে বসেও পরলাম শুকনা মানুষ হবার কারনে। কথা বলতে বলতে এক সময় দেখি ট্রেন থামল।
আবার ট্রেন চলা শুরু করলো। কখন যে ঘুমিয়ে পরেছি টেরি পাই নাই। টের পেলাম যখন আমার ফ্রেন্ডটা আমাকে ডেকে দিচ্ছে। :D :D :D
নামলাম... যা কাজ ছিল শেষ করলাম। লাঞ্চ এর অফার পেলাম, ছাড়লাম না...
জায়গাটার নাম মনে নাই। |
নারায়ণগঞ্জ ক্লাবে লাঞ্চ করলাম। অবাক হলাম অনেক... আফসোস ও হল অনেক... এই ক্লাবের সদস্য পদ এর মূল্য কত জানেন???
অনুমান করতে পারেন??? (আপনারা হয়তো জানতে পারেন বা অনুমান করলেও করতে পারেন, আমার জানা বা অনুমানে ছিল না)
...মাত্র ২৫ লাখ টাকা এর সদস্যপদ এর মূল্য। হায়রে মানুষ...
টাকা থাকলে সেটা খরচ করার জন্য কত উপায়ই না বের করে। আর কেউ হয়তোবা সেই টাকা উপারজনের জন্যই দিন রাত খেটে মরতেছে।
লাঞ্চের সময়ে দেখলাম, একেকজন যে পরিমাণ খাবার নষ্ট করতেছে তাতে আরও এক জনের পেট ভরে খাওয়া সম্ভব।
যাই হোক... ভালভাবেই খাওয়া শেষ করে আবার ট্রেন এ করে ফিরলাম। এবার ঘুমাইছি। :D এক আঙ্কেল এর কাঁধে... :p
স্টেশন এ নেমে আরেক জুনিওর এর সাথে দেখা হল... তারপর সেখান থেকে জ্যাম উপভোগ করতে করতে হল এ ফিরলাম...
তারপর কিছুক্ষন রেস্ট নিয়ে বের হলাম সাইক্লিং এ। হুট করে মনে হল ছোট বোন রিপ্পী এর কথা। ওর খুব ফেভারিট একটা খাবার আছে, সেটা কিনে নিয়ে চলে গেলাম ওর মেসে। নিচে নামতে বলায় এক বান্ধবি সহ নামলো। দেখি হাতে পুরি... চেয়ে নিয়ে খেলাম।
...রিপ্পীকে চুপি চুপি বললাম, “কিরে, তোর বান্ধবি দেখি বেশ সুন্দরী...♥ ” (আসলেই অনেক কিউট ছিল) ♥ ♥ ♥ ♥
থপাস করে দিল মেরে পিঠের মধ্যে একটা :D :D :D
এরপরে একটু হাসাহাসি করে হলে চলে আসি। এসে এসএমএস চেক করে দেখি অনেক গুলা থ্যাংকস দিছে। আবারও একটু ফাইজলামি করলাম, এসএমএস দিলাম “কিরে, তোর বান্ধবি দেখি বেশ সুন্দরী... ♥ ♥ ”
তারপর কি রিপ্লাই পেলাম সেটা আর বললাম না, কিছু জিনিস না বলা থাকা ভালো... J
Thanks...
<> ♦♣♠ ♠♣♦ <>
U can submit your email to SUBSCRIBE this
blog to get the posts regularly.
Thanks again. :)
__________________________-___________________________
No comments:
Post a Comment