xmlns:fb='http://ogp.me/ns/fb#'> মনের একটি ছোট্ট কথা |Bappi

U also may b interested in these posts

 

Floadting Share

Get Widget

Tuesday, September 16, 2014

মনের একটি ছোট্ট কথা

আসলে লিখালিখি করে মনে ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করা যায় না... কিছু কথা আছে যা কলমের গোঁড়ায় আসে না কিন্তু মনের মাঝে ঠকই বাসা বেঁধে ফেলে...



কিছু স্মৃতি আছে বলা যায় না... আবার কিছু স্মৃতি আছে বলে শেষ করা যায় না...... কিছু কিছু স্মৃতিতো এমন যে মনে করাটায় দোষের......

আসলে মানুষের মন নিয়ে বিজ্ঞানীদের জল্পনা কল্পনার শেষ নেই... কিন্তু আমার কাছে মন তো এক গ্লাস স্বচ্ছ পানির মত সাধারণ একটি বিষয়...

আসলেই যে জিনিস যত বেশি স্বচ্ছ মানুষগন সেই জিনিস নিয়েই ঘাটাঘাটি বেশি করে...... আমি নিজেকে একটু ব্যাতিক্রম হিসেবে ভাবি... তাইতো বেশি মাথা ঘামাই না...

আমি মনে করি মন একটা বক্সের মত... সব কিছু তার মধ্যে সংরক্ষিত থেকে...... গুছানো থাকে...যদি কখনো সেই বক্সটা কে জোড়ে নাড়া দেওয়া যায় তখন ভিতরের সব জিনিস এলোমেলো হয়ে যাবে... এমন ও হবে কিছু জিনিস বক্সের ভিতর হতে বের হয়ে যাবে...

গবেষণা করলেই গবেষণা হবে... গবেষণার কোন শেষ নেই... তাই গবের গবে তেই থাকুক আর ষণার ষনাতেই থাকুক......আমি এগুলাতে নাই বা জড়ালাম...

আমি লিখতে বসেছিলাম নিজের ভিতর আটকে থাকা কিছু কথা... যা এখনো আমি বুঝতে পারতেছিনা কথা আসলে কি নিয়ে...

সারাদিনের ব্যস্ততা নাকি জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু সময়ের......সময় ব্যাপারটা একটা জিগসো পাজেল...... সমাধান করলে অসমাপ্ত থাকবে সমাধান না করলে তো কথাই নাই...

আর যে জিনিসের সমাধান নাই সেটা না করে সময় বাঁচিয়ে ঘুমিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ... কিংবা পাশের টঙ্গে বসে একা একা ১ কাপ চা খেয়ে নিলেও আপনি নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিবেন......

লিখতে লিখতে ২-৩ মিনিটের একটা বিশ্রাম নিলাম তাতেই অঘটন!! সব যে গুলিয়ে ফেললাম... ভুলে গেলাম মনের শেষ কথাটুকু...

খুব খারাপ হয়ে গেলো......তার পর এইটুকু নিশ্চিত যে কথা গুলো আমার মাঝেই আছে... হয়ত মনের কোন এক কোনে পরে আছে কথা গুলো...

হয়তো আজীবন এইভাবে থাকবে...নয়তো কারো হাত ধরে বের হয়ে আমাকে অভিশাপ মুক্ত করবে......


No comments:

Post a Comment

Receive All Free Updates Via Facebook.

Blogger Widgets..

Receive All Free Updates Via Facebook.

Receive All Free Updates Via Facebook.