xmlns:fb='http://ogp.me/ns/fb#'> বালিকা... |Bappi

U also may b interested in these posts

 

Floadting Share

Get Widget

Monday, September 22, 2014

বালিকা...

ঠিক কত বছর পর্যন্ত বয়সী রমণীদের বালিকা বলে ডাকে আমার জানা নেই... কিন্তু বালিকা ডাকের মাঝে কিছু দুষ্টামি লুকিয়ে থাকে সবসময়... হয়তো এই জন্যে বালক-বালিকা বয়সটাতেই প্রথম শুরু হয় আবেগের ভালবাসার......

প্রেম করার জন্য বালক-বালিকা বয়সটা একদম সঠিক... কারন বয়স বাড়ার সাথে সাথে যে প্রেমের জন্ম হয় সেটাতে অনেক কিছুরই ঘাটতি থাকে... সেটা কি একদমই মাথায় আসছে না এখন...

কথায় ফেরা যাক, লাইন থেকে মনে হয় আমার কথার বগি লাইনচ্যুত হচ্ছে... আজকে কলম ধরার কারন সেই বালিকা...



তার চাহনি আমাকে ভয় ধরিয়ে দেয়... আবার না আমি হারিয়ে যাই তার ভিতরে... না না আমাকে রঙের মেলা থেকে রঙ লাগানো ছাড়া বের হতে হবে...

মায়া... হুম!! আমি উপলব্ধি করতে পারছি তার মায়ার নেশা ধরেছে আমার... নাহ মাথাটাই খারাপ হয়ে গেলো বলে...এখনো গরম চায়ের পেয়ালাতে চুমুক দিতে হবে... যদি নেশা ছাড়ে...

মজার ব্যাপার হল এখন সে আমার থেকে শত শত মাইল দূরে...কিন্তু এত দূর থেকেও তার অস্তিত্ব আমার কাছে স্পষ্ট...না এটা স্পষ্টতা না...এটা আমার কল্পনা...কল্পনা কখনই স্পষ্ট হতে পারে না...

সে আমার ভাবনার এত কারন কেন হচ্ছে... সে তো কেউ না... সে তো একটা নাম মাত্র... একটা ভাবনা...আমার সাথে তো তার কোন পরিচয় নেই... তাহলে??

আমি কি প্রেমে পরলাম?? নাহ সেটা অসম্ভব... আমার দ্বারা তো কোন প্রেমের সুচনা হওয়ার কথা না...আমি তো কারো জীবনের সমীকরণ হতে পারি না...

আমি তো একজন ভবগুঁড়ে... তার তো কোন ঘর হতে পারে না... তাহলে সেই মেয়ে কে?? যার সাথে ৩ দিন আগে কথা হল...

তুমি কে?? কোন জগতের রাজকন্যা?? তুমি কি সেই অ্যাটলান্টিকে হারিয়ে যাওয়া রাজার রাজকন্যা??.........নাহ নেশাটা চেপে বসেছে ভালো ভাবে...

আবোল-তাবোল বকছি... কি বলছি নিজেই বুঝতেছিনা...সিগারেট খাওয়ার অভ্যাসটা করার দরকার ছিল...একটা ধরালেই সব ভুত নেমে যেত...

এমন মনে হচ্ছে আমি দুঃস্বপ্নে আছি... এখনি ভেঙ্গে যাবে...তারই অপেক্ষায় আছি...আমার বহুদিন পর স্বপ্ন দেখার কারনও কি তুমি??

এই বালিকা... তুমি তো চশমা পর...চশমার কাঁচের ভিতর দিয়ে কি আমার মনও দেখা যাচ্ছে?? সেটা তো হওয়ার কথা না...তাহলে আমার মনে যাওয়ার পথ তুমি কিভাবে পেলে...

এটা নেশা না...এক বন্ধু বলল আমায় জীনে ধরেছে... এখনই যাইতে হবে পাশের এলাকার ভন্ড পীরের কাছে এরকমই কিছু উপদেশ দিল...বন্ধু বলে রাখলাম কথা... পরিত্রানও তো পেতে হবে...

পীর বাবা!! এক বালিকা আমাকে ঘুমাতে দিচ্ছে না...স্বপ্নে মুক্ত ভাবে বিচারন করছে... কি করব আমি??মৃত্যু ছাড়া কি ২য় কোন পথ খোলা আছে পালিয়ে যাওয়ার??

বাবা হেসে তো লুটুপুটু... বলে কি না বেঁচেই তুমি কি করবে?? মৃত্যুই তোমার জন্য উত্তম পন্থা...

আমি শুধুই হাসলাম... জানি পৃথিবীর মায়া ত্যাগের সময় এখনো আসে নেই... আমি দেখতে চাই সত্যি সত্যি সেই হাসি...সেই কণ্ঠ... সেই বালিকাকে...

আচ্ছা অপর প্রান্তে কি একই ব্যাকুলতা?? নাকি শুধু আমিই বাড়াবাড়ি করে ভাবছি...নাকি সে জাদুকর?? মন্ত্রমহ করে আমাকে বশে করে ফেলেছে??

আর ভাবতে ইচ্ছা করছে না...ভাবনার জগতকে ক্রমেই গ্রাস করে ফেলছে সেই বালিকাটা ... যাবো না কি ভালো কোন ডাক্তারের কাছে ... কিন্তু লাভ কি?? আমাকে কাটাছিড়া করলে তো শুধু ওই বালিকার স্মৃতিই পাবে আমার রোগতো আর পাবে না...

আজ বুঝতে পারলাম কত একা এই বিশাল পৃথিবীতে... কেউ নেই পাশে... উফফ বালিকা তুমি কি আমাকে ছাড়বে না আজ??আমি ক্লান্ত হয়ে গেছি তোমার কথা ভেবে হাঁটতে হাঁটতে... পথও প্রায় শেষের পথে...দিন গড়িয়ে রাতও হয়ে গেলো...রাতের আঁধার ক্রমশই আমাকে গ্রাস করে ফেলল...

বালিকা দেখেছ আমাকে ... কিভাবে গ্রাস হয়ে যাচ্ছি অন্ধকারে?? এইবার না হয় আমাকে ছেড়ে দাও...অন্ধকার জগতে আমি তোমাকে আমার সঙ্গী হিসেবে চাই না...


তুমি আলোতেই থাকো আমার অস্তিত্বকে নিয়ে......

3 comments:

  1. খুব দ্রুত শেষ হয়ে গেলো :(
    বালিকা ২ হয়ে জাক b@Pp! ভাই :)

    ReplyDelete
    Replies
    1. অপেক্ষায় থাকেন... চলে আসবে আশা করি... :)

      Delete

Receive All Free Updates Via Facebook.

Blogger Widgets..

Receive All Free Updates Via Facebook.

Receive All Free Updates Via Facebook.